আজ ফেসবুকের পাতা থেকে তারকাদের মনের কথা

সোহেল রানা, ইমরান মাহমুদুল ও হাবিব ওয়াহিদ
বিনোদন ডেস্ক
প্রকাশ: ২১ জুন ২০২৫ | ১৮:৫৯ | আপডেট: ২১ জুন ২০২৫ | ১৯:২১
সামাজিক যোগাযোগ মাধ্যমে তারকারা বেশির ভাগ সময়ই সরব থাকেন। প্রকাশ করেন তাদের কাজের খবরসহ ব্যক্তি জীবনের নানা ঘটনা। কখনো কখনো সেগুলোই বৈচিত্র্য হয়ে ধরা দেয় ভক্তদের কাছে। একনজরে দেখে নিতে পারেন আজ ফেসবুকের পাতা থেকে তারকাদের মনের কথা।
পুরনো এই ছবিটি শেয়ার করে ড্যাশিং হিরো ও বীর মুক্তিযোদ্ধা সোহেল রানা লিখেছেন, ‘শতবর্ষ বেঁচে থাকার তো কোন দরকার নেই। এমন ভালো কিছু করো যাতে মানুষের অন্তরে হাজার বছর বেঁচে থাকতে পারো।’
‘এশা মার্ডার’ সিমের সঙ্গে ছবিটি পোস্ট করে আজমেরি হক বাঁধন লিখেছেন, ‘আবেগ এবং উৎকর্ষতার সাথে তৈরি একটি চলচ্চিত্র উপভোগ করতে আমার এবং আমার দলের সাথে যোগ দিন। আসুন একসাথে এটি উপভোগ করি!’
সংগীতশিল্পী হবিব ওয়াহিদের সঙ্গে ছবিটি পোস্ট করে ইমরান মাহমুুদুল লিখেছেন, ‘আমার দিনগুলো সব যায় হারিয়ে আধারে। আমার দু চোখ যখন পায়না খুঁজে তোমারে। সঙ্গে জুরে দিয়েছেন ভালোবাসার চিহ্ন।
ছবিটি পোস্ট করে নায়ক সাইমন সাদিক লিখেছেন, এখানে তো মনির খান ভাইও আছে, আমিও আছি, উনারাও আছে! এখন কি হবে? শোনেন, এখানে যারা এক হয়েছিলো সবাই শিল্পী হিসেবেই আড্ডা দিয়েছিলো। সবসময় রাজনৈতিক পরিচয় খুঁজতে যাবেন না।
নতুন একগুচ্ছ ছবি শেয়ার করে সংগীতশিল্পী আখিঁ আলমগীর লিখেছেন, ‘টিয়া রঙে রাঙানো।’
অভিনেত্রী কেয়া পায়েলের সঙ্গে ছবি শেয়ার করেছেন অভিনেতা তৌসিফ মাহবুব। সেই সঙ্গে দেখতে বলেছেন তাদের অভিনীত`চিরিয়াঘর' নাটক।
ছবিটি পোস্ট করে অভিনেত্রী সামিরা খান মাহি লিখেছেন, ‘ভালো একটি দিন।’
ফেসবুকে কয়েকটি ছবি পোস্ট করে সংগীতশিল্পী তাসরিফ খান লিখেছেন, ‘এই হাওড় তোমার চেয়ে অনেক সুন্দর!'
ছবিটি পোস্ট করে সংগীতশিল্পী সালমা লিখেছেন, ‘এত মায়া দিওনা। মায়া দিয়া ভুইলা যাইও না।’
পুরনো একটি ছবি পোস্ট করে নায়িকা মুনমুন লিখেছেন, একটি ছবির মহরত অনুষ্ঠানে আমার মা আর মালতী আন্টির সাথে আলেক ভাই। মালতী দেবী আন্টি ছিলেন প্রযোজক-অভিনেত্রী ও আমাদের ফিল্মের সম্মানিত একজন যোদ্ধা।
- বিষয় :
- সোহেল রানা
- হাবিব ওয়াহিদ
- ইমরান মাহমুদুল