ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

কলকাতার ছবিতে নাদিয়া

কলকাতার ছবিতে নাদিয়া

সালহা খানম নাদিয়া- ফাইল ছবি

বিনোদন প্রতিবেদক

প্রকাশ: ১২ মার্চ ২০২২ | ২১:১৬ | আপডেট: ১২ মার্চ ২০২২ | ২১:১৬

কলকাতার ছবিতে অভিনয় করতে যাচ্ছেন মডেল ও অভিনেত্রী সালহা খানম নাদিয়া। ছবির নাম 'সুনেত্রা সুন্দরম'। এটি পরিচালনা করছেন শিব রাম শর্মা। গল্প লিখেছেন অর্পিতা রায় চৌধুরী।

আগামী ২৩ মার্চ থেকে কলকাতার বিভিন্ন জায়গায় এর দৃশ্যধারণ হবে। নিরাপদ শৌচাগারের জন্য সামাজিক আন্দোলন নিয়েই ছবির গল্প।

নাদিয়া বলেন, ‘‘ক্যারিয়ারের শুরু থেকে ভিন্নধর্মী গল্পে কাজ করতে চেয়েছি। 'সুনেত্রা সুন্দরম'-এর গল্প তেমনই। আশা করছি এটি সামাজিক সচেতনতামূলক ভালো একটি ছবি হতে যাচ্ছে। এর কাজে অংশ নিতে ২০ মার্চ কলকাতা যাচ্ছি।’’

এতে আরও অভিনয় করবেন কলকাতার বরেণ্য অভিনেত্রী পার্ণো মিত্র,বাংলাদেশের নাট্যাভিনেত্রী ফারজানা চুমকিসহ আরও অনেকে।

আরও পড়ুন

×