মুম্বাইয়ে এসে মারপিট শিখছেন সামান্থা, সঙ্গী বরুণ

বিনোদন ডেস্ক
প্রকাশ: ১৩ মার্চ ২০২২ | ০৬:১০ | আপডেট: ১৩ মার্চ ২০২২ | ০৬:১০
আন্তর্জাতিক স্পাই-থ্রিলার ঘরানার ওয়েব সিরিজ ‘সিটাডেল’-এ অভিনয় করতে যাচ্ছেন ভারতের দক্ষিণী সিনেমার আলোচিত অভিনেত্রী সামান্থা রুথ প্রভু। তার সঙ্গে রয়েছেন বলিউড অভিনেতা বরুণ ধাওয়ান। ভারতীয় সংস্কৃরণটি পরিচালনা করছেন নিদিমোরু ও কৃষ্ণা ডিকে।
এই ওয়েব সিরিজের জন্যই এখন নিজেকে প্রস্তুত করছেন তারা। দক্ষিণ থেকে সামান্থা এখন এসেছেন মুম্বাইতে। এখন সিরিজটির জন্য নিচ্ছেন প্রশক্ষিণ। ডেকান ক্রনিকলকে একটি সূত্র বলেন—‘স্টান্টের জন্য আন্তর্জাতিক স্টান্ট টিম আনা হয়েছে। এ টিমের ওয়ার্কশপ ও প্রশিক্ষণে যোগ দেবেন তারা। সেখানে মারপিটের বিভিন্ন কৌশল শেখানো হবে তাদের।’
এর আগে সামান্থা ‘ফ্যামিলিম্যান টু’-তে নিদিমোরু ও কৃষ্ণা ডিকের সঙ্গে কাজ করেছেন । তবে বরুণ প্রথমবার কাজ করছেন তাদের সঙ্গে। কবে নাগাদ শুটিং শুরু হবে তা অবশ্য জানা যায়নি।
- বিষয় :
- সামান্থা রুথ প্রভু
- বরুণ ধাওয়ান
- বলিউড
- সিটাডেল