যুক্তরাষ্ট্র থেকে বিপ্লব গাইলেন ‘ও প্রিয় বাংলাদেশ’

কণ্ঠশিল্পী বিপ্লব। ছবি: সংগৃহীত
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ০৪ জুলাই ২০২৫ | ১৪:৩৬
ব্যান্ড প্রমিথিউস ও নিজের একক অ্যালবামের জন্য বেশ কিছু দেশের গান গেয়েছিলেন তারকা কণ্ঠশিল্পী বিপ্লব। সে গানগুলো শ্রোতাদের মনোযোগও কেড়েছিল। কিছুদিন আগে গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের স্বপ্ন নিয়ে তৈরি করা ‘নতুন বাংলাদেশ’ গানটিও শ্রোতাদের মাঝে দারুণ সাড়া ফেলেছে।
এই গানের রেশ কাটতে না কাটতে আরেকটি দেশের গান প্রকাশের ঘোষণা দিলেন বিপ্লব। গানের শিরোনাম ‘ও প্রিয় বাংলাদেশ’। এর কথা লেখা পাশাপাশি সুর ও সংগীতায়োজন করেছেন শিল্পী নিজেই। শিগগিরই গানটি তাঁর নিজস্ব ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হবে বলেও জানিয়েছেন বিপ্লব।
এ আয়োজন নিয়ে এক ভিডিওবার্তায় বিপ্লব বলেন, ‘‘২০২৪-এর জুলাইয়ের রক্তাক্ত ইতিহাসকে সামনে রেখেই ‘ও প্রিয় বাংলাদেশ’ গানটি তৈরি করা। চেষ্টা করব প্রতি বছর লাল জুলাইয়ে গানটি কোনো না কোনো আয়োজনে গাওয়ার।’’
বিপ্লবের কথায়, আগেও বেশ কিছু দেশের গান গেয়েছেন। কিন্তু সে গানগুলো থেকে ‘ও প্রিয় বাংলাদেশ’ কিছু আলাদা এ কারণে যে, এর মধ্য দিয়ে লাল জুলাইকে স্মরণ করা হবে। এই গানের পাশাপাশি আরও কিছু ভিন্ন ধাঁচের গান বছরের বিভিন্ন প্রান্তে প্রকাশ করবেন বলেও জানিয়েছেন বিপ্লব।
- বিষয় :
- নতুন গান