স্পর্শিয়ার কমেডি সিরিজ

অর্চিতা স্পর্শিয়া
আনন্দ প্রতিদিন প্রতিবেদক
প্রকাশ: ১৩ মার্চ ২০২২ | ১২:০০ | আপডেট: ১৩ মার্চ ২০২২ | ২২:৫২
নতুন একটি ওয়েব সিরিজে অভিনয় করেছেন মডেল অভিনেত্রী অর্চিতা স্পর্শিয়া। কমেডি গল্পের এ সিরিজের নাম 'আইজ্যাক লিটন'। এতে বিদেশফেরত মেয়ের চরিত্রে অভিনয় করেছেন তিনি। তার বিপরীতে দেখা যাবে তারকা অভিনেতা মোশাররফ করিমকে। সম্প্রতি শেষ হয়েছে এর দৃশ্যধারণ। আশরাফুজ্জামান সিরিজটি নির্মাণ করেছেন ওটিটি প্ল্যাটফর্ম বিঞ্জের জন্য। সাপের চেহারা দেখলেই যে কেউ চমকে উঠবেন। কিন্তু এই প্রাণীকে গলায় ঝুলিয়ে রীতিমতো হাসিমুখে দাঁড়িয়ে আছেন অভিনেত্রী।
সিরিজের দৃশ্যধারণের সময় তোলা এ ছবি ইতোমধ্যে ভাইরাল হয়েছে। স্পর্শিয়া বলেন, 'আইজ্যাক লিটন সিরিজের গল্প অসাধারণ। আর কাজের অভিজ্ঞতাও অন্যরকম। জ্যান্ত সাপ নিয়ে শুটিং করতে হয়েছে। যদিও সাপ দেখে আমি খুব একটা ভয় পাই না। তবে শুটিং সেটের অন্যরা বেশ ভয় পাচ্ছিলেন। সিরিজটির পোস্ট প্রোডাকশনের কাজ চলছে এখন। আশা করছি, দর্শক দারুণ একটি সিরিজ উপহার পাবেন।' এ ওয়েব সিরিজ ছাড়াও স্পর্শিয়া 'নিখোঁজ', 'দ্য হলি গান সিজন-১' ওয়েব সিরিজ এবং 'ক্ষমা নেই', 'ফিরে দেখা' অনুদানের সিনেমার কাজ শেষ করেছেন।
- বিষয় :
- অর্চিতা স্পর্শিয়া
- ওয়েব সিরিজ
- কমেডি সিরিজ