ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

অস্কারজয়ী হলিউড অভিনেতা উইলিয়াম হার্ট আর নেই

অস্কারজয়ী হলিউড অভিনেতা উইলিয়াম হার্ট আর নেই

উইলিয়াম হার্ট

আনন্দ প্রতিদিন ডেস্ক

প্রকাশ: ১৪ মার্চ ২০২২ | ০৭:৪৭ | আপডেট: ১৪ মার্চ ২০২২ | ০৭:৪৭

অস্কারজয়ী অভিনেতা উইলিয়াম হার্ট আর নেই। গত রোববার তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিল ৭১ বছর। মার্কিন গণমাধ্যম সিএনএনকে এ তথ্য নিশ্চিত করেছেন হার্টের বন্ধু গেরি বাইর্ন। ২০১৮ সালে এই শক্তিমান অভিনেতার প্রোস্টেট ক্যান্সার ধরা পড়েছিল। তবে মৃত্যুর কারণ সম্পর্কে সুস্পষ্ট করে হার্টের পরিবার কিছু বলেনি।

তারা বলছে, পরিবারের সান্নিধ্যে শান্তিতে ও স্বাভাবিকভাবেই মৃত্যু হয়েছে হার্টের। 'কিস অব দ্য স্পাইডার উইমেন' সিনেমায় ব্রাজিলের কারাগারে একজন কয়েদির ভূমিকায় অভিনয় করে ১৯৮৬ সালে অস্কার জেতেন তিনি।

হার্ট তার অভিনয় জীবন শুরু করেন ১৯৭০-এর দশকে মঞ্চে অভিনয়ের মাধ্যমে। 'অলটারড স্টেটস'-এ একজন মগ্ন বিজ্ঞানীর চরিত্রে অভিনয়ের মাধ্যমে পা রাখেন রুপালি পর্দায়।

এই অভিনেতা 'ব্যাড বয়', 'চিলড্রেন অব লেজার গড', 'ব্রডকাস্ট নিউজ', 'দ্য বিগ চিল'সহ অসংখ্য সিনেমায় নানা ধরনের চরিত্রে অভিনয় করেছেন। তার অভিনীত সাম্প্রতিক সিনেমার মধ্যে আছে 'দ্য ইনক্রেডিবল হাল্ক্ক', 'ক্যাপ্টেন আমেরিকা', 'অ্যাভেঞ্জার', 'ব্ল্যাক উইন্ডো' ইত্যাদি।

আরও পড়ুন

×