ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

বদলে গেল নাম, বঙ্গবন্ধুর বায়োপিকের প্রথম পোস্টার

বদলে গেল নাম, বঙ্গবন্ধুর বায়োপিকের প্রথম পোস্টার

'মুজিব' সিনেমার পোস্টার

আনন্দ প্রতিদিন প্রতিবেদক

প্রকাশ: ১৭ মার্চ ২০২২ | ১২:০০

বাংলাদেশ ও ভারতের যৌথ প্রযোজনায় নির্মিত হয়েছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বায়োপিক। গত দুই বছর ধরে চলে সিনেমাটির নির্মাণযজ্ঞ। গতকাল জাতির পিতার জন্মদিন উপলক্ষে উন্মোচিত হলো সিনেমার প্রথম অফিসিয়াল পোস্টার, যা দেখে জানা গেল বঙ্গবন্ধু সিনেমার নাম পরিবর্তন করে নতুন নাম দেওয়া হয়েছে 'মুজিব'। ট্যাগলাইনে রয়েছে 'একটি জাতির রূপকার'।

গতকাল দুপুরে বিএফডিসিতে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে 'মুজিব' সিনেমার পোস্টারটি উন্মুক্ত করা হয়। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সিনেমার মুখ্য চরিত্রে অভিনয় করা আরিফিন শুভ, এফডিসির এমডিসহ আরও অনেকে। 'মুজিব' সিনেমাটি নির্মাণ করেছেন ভারতের প্রখ্যাত নির্মাতা শ্যাম বেনেগাল।

আরিফিন শুভ ছাড়া আরও অভিনয় করেছেন দিলারা জামান, রাইসুল ইসলাম আসাদ, খায়রুল আলম সবুজ, গাজী রাকায়েত, তৌকীর আহমেদ, চঞ্চল চৌধুরী, রিয়াজ আহমেদ, নুসরাত ফারিয়া, নুসরাত ইমরোজ তিশা, সিয়াম আহমেদ, সুজাত শিমুল, দীঘি প্রমুখ।

আরও পড়ুন

×