বলিউডে তামিলের 'থেরি', বিজয়ের জায়গায় বরুণ

বিনোদন ডেস্ক
প্রকাশ: ১৯ মার্চ ২০২২ | ০৪:৪৩ | আপডেট: ১৯ মার্চ ২০২২ | ০৪:৪৪
দক্ষিণ ভারতের সুপারস্টার থালাপাতি বিজেয়র ব্লকবাস্টার ছবি ‘থেরি’র হিন্দি রিমেক নির্মাণ করছে বলিউড। যেখানে বিজয়ের চরিত্রে অভিনয় করার কথা রয়েছে বরুণ ধাওয়ানের। বিগত দুই বছর ধরেই চলছে এই গুঞ্জন। তবে এবার এলো নতুন খবর।
ই-টাইমসের একটি সূত্র বলছে, সম্প্রতি বরুণ ‘থেরি’র পরিচালক অ্যাটলির সাথে দেখা করেছে এবং শিগগিরই তারা প্রজেক্টটির কাজে যুক্ত হবেন। যেহেতু দক্ষিণী ব্লকবাস্টার এই ছবিটি ইতোমধ্যেই বেশ জনপ্রিয় সুতরাং, ছবিটির হিন্দি রিমেক নিয়ে যে দর্শকরা কম উত্তেজিত থাকবে না তা আর বলার অপেক্ষা রাখে না।
এদিকে বরুণ ছাড়াও শাহরুখের সাথে অ্যাটলির একটি প্রজেক্ট রয়েছে। যার শুটিং শুরু হবে শাহরুখের ‘পাঠান’ শেষ হওয়ার পর পরই। অপরদিকে বরুণের হাতে রয়েছে ‘যুগ যুগ জিয়ো’ এবং ‘ভেদিয়া’ নামক দুইটি প্রজেক্ট।
২০১২ সালে করণ জোহর প্রযোজিত সিনেমা ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার’-এর মধ্য দিয়ে বলিউডে অভিষেক করেছিলেন হালের সেনসেশন বরুণ ধাওয়ানের। প্রথম সিনেমাতেই অভিনয়ের জন্যই ব্যাপক প্রসংশিত হয়েছিলেন বরুণ। এরপর একে একে ৯টি হিট সিনেমা দর্শকদের উপহার দিয়েছেন এই অভিনেতা। তবে ‘থেরি’র জন্য কতোটা মানানসই তিনি? এমন প্রশ্নই উঠছে সোশাল মিডিয়ায়!
- বিষয় :
- থেরি
- থালাপাতি বিজয়
- বরুণ ধাওয়ান
- বলিউড