তৃতীয় বিয়ে করে শান্তিতে নেই বলেই স্বামীকে নিয়ে হানিমুনে ন্যান্সি

অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৯ মার্চ ২০২২ | ০৯:০৮ | আপডেট: ১৯ মার্চ ২০২২ | ০৯:২৫
একদিন আগেই হঠাৎ করেই আলোচনায় উঠে আসেন সংগীতশিল্পী নাজমুন মুনিরা ন্যান্সি। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক দীর্ঘ স্ট্যাটাসে জানান তৃতীয় বিয়ে ও সংসার জীবন নিয়ে নানা তিক্ততার কথা। এর ঠিক ২৪ ঘণ্টার মাথায় স্বামী-গীতিকবি মহসীন মেহেদীকে নিয়ে হানিমুনে চলে গেলেন জনপ্রিয় এই সংগীতশিল্পী।
হানিমুনে যাওয়ার খবরটিও জানিয়েছেন ন্যান্সি নিজেই। ফেসবুকে নিজের ফেরিফাইড পেজ থেকে জানান, স্বামী মহসীন মেহেদীকে নিয়ে এই মুহূর্তে কক্সবাজারে আছেন তিনি। হানিমুন শেষে আগামী ২১ মার্চ কক্সবাজার থেকে ঢাকায় ফিরবেন বলেও জানিয়েছেন ন্যান্সি।
শনিবার বিকেল ৪টা ৫৭ মিনিটে কক্সবাজারের চেকইন দিয়ে এবং স্বামী সঙ্গে একটি ছবি পোস্ট করে ক্যাপশনে ন্যান্সি লিখেন, ‘হানি-কে নিয়ে সমুদ্রের ধারে মুন দেখতে চলে এলাম!’
এর ঘণ্টা দুয়েক আগে স্বামীর সঙ্গে আরেকটি ছবি পোস্ট করেন ন্যান্সি। সেখানে তিনি লিখেছেন, ‘একটি সহজ বাস্তব পথচলার গল্পকে আতরে ডুবিয়ে সুগন্ধি হিসেবে নিয়ে ঘুরে বেড়ানো ফেরিওয়ালাদের জানাই নমস্কার। জয় হোক সস্তা কাটতির। কিছু মানুষ খেয়ে পরে তো বাঁচলো, এই বা কম কি! শুভ দুপুর।’
ধারণা করা হচ্ছে, শুক্রবারের বিস্ফোরক বক্তব্য থেকে সংবাদমাধ্যমের খবর পরিবেশনাকে ঘিরেই এমন প্রতিক্রিয়া জানিয়েছেন ন্যান্সি।
এদিকে কক্সবাজার থেকে ন্যান্সি গণমাধ্যমকে জানান, ‘বিয়ের পর আমাদের হানিমুনে যাওয়ার পরিকল্পনা ছিল। কিন্তু নানা জটিলতায় যেতে পারিনি। এখন সুযোগ হলো, চলে এলাম। এখানে দারুণ সময় কাটছে আমাদের।’
এর আগে শুক্রবার নিজের ফেসবুক পেজ থেকে দেওয়া স্ট্যাটাসে তৃতীয় বিয়ে ও সংসার জীবন নিয়ে বিস্ফোরক মন্তব্য করেন ন্যান্সি। বিয়ের সাত মাস যেতে না যেতেই তিনি জানান, তৃতীয় সংসারে ভালো নেই তিনি। হুট করে বিয়েটা না করাই তার জন্য ভালো ছিলো।
ন্যান্সি আরও জানান, তিনি অন্তঃসত্তা। কিন্তু তার দুই ভাই, ভাবী এবং রোদেলা বাদে দুই পরিবারের সদস্যদের নতুন অতিথির আগমনের সংবাদে নেই কোনো উচ্ছ্বাস, উলটো রয়েছে বিদ্রূপ মেশানো হতাশা। সেই সাথে নতুন অতিথির আগমনের সংবাদে অর্থ বা সম্পদ বণ্টনে কে কী পাবে আর কী হারাবে সে সব নিয়ে রয়েছে চুলচেরা হিসেব!
তবে ওই স্ট্যাটাসি অবশ্য ইতোমধ্যেই মুছে ফেলেছেন জনপ্রিয় এই সংগীতশিল্পী। এ প্রসঙ্গে ন্যান্সি বলেন, ‘এটা নিয়ে কিছু বলার নেই। আমরা ভালো আছি, বিন্দাস আছি। আলহামদুলিল্লাহ। কে কি ভাবল, তা নিয়ে আমি ভাবি না।’