ন্যায়বিচার চায় সুশান্ত সিং রাজপুত ফ্যান ক্লাব

কলকাতা সংবাদদাতা
প্রকাশ: ২৭ মার্চ ২০২২ | ০৯:১৩ | আপডেট: ২৭ মার্চ ২০২২ | ০৯:১৪
ধীরগতি বিচার প্রক্রিয়ার কারণে প্রয়াত বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুত ন্যায়বিচার থেকে বঞ্চিত হবেন বলে অভিযোগ করেছেন তার ভক্ত-সমর্থকরা। এমন অভিযোগের প্রেক্ষিতে পশ্চিমবঙ্গের কলকাতায় ফের শুরু হয়েছে ‘জাস্টিস ফর সুশান্ত সিং রাজপুত’ আন্দোলন।
২০২০ সালে ১৪ জুন মুম্বাইয়ের নিজ বাংলোতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন সুশান্ত সিং রাজপুত। তার মৃত্যুর পরই বলিউড অঙ্গনের মাদকের সাম্রাজ্য ও স্বজনপ্রীতির বিষয়টি আলোচনায় উঠে আসে। এরপর থেকেই তার ভক্তরা দাবি করেন, সুশান্ত সিংকে খুন করা হয়েছে।
সুশান্ত সিং রাজপুত মারা যাওয়ার প্রায় দুই বছর হতে চললো। কিন্তু জনপ্রিয় এই বলিউড অভিনেতার মৃত্যুর ঘটনা তদন্তে এখন পর্যন্ত কোনো কূলকিনারা বের করতে পারেনি ভারতের গোয়েন্দা সংস্থা সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন (সিবিআই)।
অভিযোগ উঠছে, অপরাধীদের আড়াল করতে ধীরগতিতে চলছে তদন্ত প্রক্রিয়া। একইসঙ্গে ৩০২ ধারা প্রয়োগ করে অবিলম্বে সুশান্ত সিংয়ের মৃত্যর ঘটনার সত্যতা সামনে আসুক, এমন দাবিও করছেন তার ভক্তরা।
সেই দাবিতে রোববার দুপুরে কলকাতার সল্টলেকে অবস্থিত সিবিআই পূর্বাঞ্চলীয় দপ্তরের সামনে প্ল্যাকার্ড হাতে বিক্ষোভ প্রদর্শন করে সুশান্ত সিং রাজপুত ফ্যান ক্লাবের সদস্যরা। ফ্যান ক্লাবের সদস্যরা জানিয়েছেন, শুধু সল্টলেক নয়, দেশজুড়ে সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর ঘটনাটি সঠিকভাবে তদন্ত করে আসল সত্য ঘটনা সামনে নিয়ে আসা হয়, সেই দাবিতে আজ বিক্ষোভ প্রদর্শন চলছে। দেশের বাইরেও বেশ কয়েকটি জায়গায় একই দাবিতে বিক্ষোভ প্রদর্শন চলছে বলেও জানান তারা।
তাদের দাবি, সুপ্রিম কোর্টের অধীনে রয়েছে এই বিচার। সিবিআইয়ের হাতে বিচার ব্যবস্থা দায়িত্বভার যাওয়ার পরেও এখন পর্যন্ত তারা কোনো চার্জশিট দাখিল করতে পারেনি। আইনি লড়াইয়ের দীর্ঘ ২১ মাস পার হয়ে গেলেও এখন পর্যন্ত জানা যায়নি, সেদিন সুশান্ত সিং রাজপুতের সাথে কি ঘটেছিল!