ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

রাজনীতিকে বিদায়, অভিনয়ে ফিরতে চান গোবিন্দ

রাজনীতিকে বিদায়, অভিনয়ে ফিরতে চান গোবিন্দ

কলকাতা সংবাদদাতা

প্রকাশ: ৩০ মার্চ ২০২২ | ০৮:২২ | আপডেট: ৩০ মার্চ ২০২২ | ০৯:১৫

অভিনয় থেকে অনেকটাই দূরে বলিউডের এক সময়ের জনপ্রিয় অভিনেতা গোবিন্দ। যোগ দিয়েছিলেন রাজনীতিতে। কংগ্রেস থেকে সাংসদও হয়েছিলেন তিনি। রাজনীতিতে আসার পর অভিনেতা গোবিন্দকে আর পর্দায় খুব একটা দেখা মিলেনি।  

অথচ বলিউডের তিন খানের রাজত্বে গোটা বলিউড যখন 'খান খান', সেই সময় বাজার দখলের দৌড়ে এগিয়ে ছিলেন গোবিন্দ। নব্বইয়ের দশকে তার বেশিরভাগ সিনেমার পাশে ছিল ‘নম্বর ওয়ান’। সেই গোবিন্দ রাজনীতির মাঠে সক্রিয় হয়ে কমিয়ে দেন অভিনয়।

কয়েক বছর ধরে রাজনীতির মাঠেও নেই তিনি। এবার তো এই অভিনেতা সাফ জানিয়ে দিলেন, রাজনীতি আর করবেন না। ভালো গল্প পেলে আবার সিনেমা করতে চান।

স্ত্রী সুনিতা আহুজাকে সঙ্গে নিয়ে মাঝেমধ্যেই পাহাড়ে ছুটি কাটাতে আসেন গোবিন্দ। এবারও গোবিন্দা ছুটি কাটাতে বেশ কিছু দিন ধরে রয়েছেন পশ্চিমবঙ্গের পাহাড়ি শহর দার্জিলিঙে । এখানেই নিজ বাড়ির সামনে সাংবাদিকদের তিনি বলেন, 'আর রাজনীতি করছি না। নিজের ব্যবসায় সময় দিচ্ছি। পাশাপাশি ভালো গল্পের ছবির প্রস্তাব পেলে অভিনয়ও করবো।'

দার্জিলিংয়ে ছুটি কাটিয়ে শিগগিরই মুম্বাই ফিরবেন বলে জানিয়েছেন গোবিন্দ। 

আরও পড়ুন

×