বিপাশার একক চিত্র প্রদর্শনী 'প্রস্তরকাল'

বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ০৫ এপ্রিল ২০২২ | ১২:০০ | আপডেট: ০৬ এপ্রিল ২০২২ | ০১:৩৬
নন্দিত অভিনেত্রী, নাট্যকার, নির্মাতা ও চিত্রশিল্পী বিপাশা হায়াত। এই অভিনেত্রী দীর্ঘদিন ধরে অভিনয়ে নেই। পরিবারসহ পাড়ি জমিয়েছেন নিউইয়র্কের ব্রুকলিনে। আড়াই বছর নিউইয়র্কে থেকে গত শনিবার দেশে ফিরেছেন তিনি। ফিরেই তার একক চিত্র প্রদর্শনীর ঘোষণা দিয়েছেন।
আগামী ১৬ এপ্রিল ধানমন্ডির গ্যালারি চিত্রকে শুরু হচ্ছে 'প্রস্তরকাল' শিরোনোম একক চিত্র প্রদর্শনী। প্রদর্শনী ঘিরে এখন ব্যস্ত সময় পার করছেন তিনি। জানা যায়, এটি তার সপ্তম একক প্রদর্শনী। এতে ২০০টির বেশি ছবি স্থান পাবে। প্রদর্শনীর জন্য এসব চিত্রকর্ম উন্মুক্ত রাখা হবে বলে জানিয়েছে গ্যালারি চিত্রক কর্তৃপক্ষ।
বিপাশা হায়াত বলেন, ''দীর্ঘদিন পর দেশে এসে ভালোই লাগছে। এ অনুভূতি অন্যরকম। মাকে দেখে যেমন লাগে, দেশকে দেখে তেমনই লাগছে। বেশ বিরতির পর দেশে আমার একক চিত্র প্রদর্শনী হতে যাচ্ছে গ্যালারি চিত্রকে। আমি আসলে ছবি আঁকি না, ছবি প্রকাশ করি। ছবির মাধ্যমে আমার ভেতরের ভাবনাগুলো দৃশ্যমান হয়। ওই মুহূর্তে আমার ভেতরে যে ভাবনা চলে, সেটিকেই আমি ক্যানভাসে তুলে আনার চেষ্টা করি। 'প্রস্তরকাল' প্রদর্শনীতে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি।'' বর্তমান ব্যস্ততা নিয়ে তিনি বলেন, 'মাঝে অনেকটা সময় অভিনয়ে দিয়েছি, যার ফলে আঁকাআঁকি থেকে দূরে চলে গিয়েছিলাম। তবে এখন অভিনয় করছি না। লেখালেখি ও আঁকাআঁকি নিয়েই ব্যস্ত সময় কাটছে।' মূলত প্রদর্শনীতে অংশ নিতেই দেশে এসেছেন বিপাশা হায়াত। ফিরবেন ২৫ এপ্রিল।
এর আগে ম্যানহাটানের নিউইয়র্ক ডিজাইন সেন্টারের ট্রান্সফর্ম গ্যালারিতে ২০১৯ সালের মে থেকে ২০২০ সালের মে পর্যন্ত বিপাশা হায়াতের একক চিত্র প্রদর্শনী হয়েছিল।
- বিষয় :
- বিপাশা হায়াত
- চিত্রকর্ম