ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

সাবেক স্ত্রী ও বর্তমান প্রেমিকা নিয়ে ভ্রমণে হৃতিক

সাবেক স্ত্রী ও বর্তমান প্রেমিকা নিয়ে ভ্রমণে হৃতিক

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০৭ এপ্রিল ২০২২ | ০৬:০০ | আপডেট: ০৭ এপ্রিল ২০২২ | ০৬:০৭

হৃতিক রোশন ও সুজান খানের বিচ্ছেদ হয়েছে। বিচ্ছেদের পরও দারুণ বন্ধু তারা। মূলত তাদের সন্তানদের জন্যই এখনও একে অপরের বাসায় যাওয়া আসা তাদের। বিচ্ছেদের পর উভয়ের জীবনে প্রেম এসেছে। মজার বিষয় হচ্ছে উভয়ে তাদের বর্তমানকে নিয়ে একে অপরের সঙ্গে দেখা সাক্ষাৎ করছেন, ঘুরছেন, আনন্দ উল্লাস করছেন।

হৃতিক ও তার বর্তমান এবং হৃতিকের সাবেক ও তার বর্তমান একসঙ্গে ভ্রমণে বেরিয়েছেন। হাস্যোজ্জ্বল মুখে ছবি তুলেছেন। সঙ্গে রয়েছে পরিবারের সদস্যরাও। এমন মধুর মিলন দেখা সত্যিই ভাগ্যের!

তেমনটাই ঘটেছে। বিনোদনভিত্তিক সংবাদমাধ্যম বলিউড হাঙ্গামার খবর, হৃতিক রোশান ও সাবেক স্ত্রী সুসান খান ফের প্রেমের দেখা পেয়েছেন। দুদিন আগে হৃতিক ও বর্তমান প্রেমিকা অভিনেত্রী সাবা আজাদকে হাতে হাত ধরে মুম্বাই বিমানবন্দরে দেখা গেছে। অন্যদিকে, সুসান খান ও তার গুঞ্জরিত প্রেমিক ‘জিয়া অউর জিয়া’ অভিনেতা আরসলান গনিকেও হাতে হাত ধরে বিমানবন্দরে দেখা গেছে। এবার তাঁদের গোয়া ভ্রমণের ছবি ভাইরাল হলো সামাজিক যোগাযোগমাধ্যমে।


বিশেষ করে একটি ছবি নিয়ে জোর আলোচনা নেট-দুনিয়ায়। সেই ছবিতে দেখা যাচ্ছে, পাশাপাশি দাঁড়িয়ে হাসিমুখে পোজ দিয়েছেন হৃতিক-সাবা-সুজান-আরসলান। হৃতিক সাবার কোমর জড়িয়ে আছেন। আরসলানের কাঁধে সুসানের হাত। দুই পাশে হৃতিক-আরসলান আর মাঝখানে সাবা-সুসান। কী দারুণ মিল তাঁদের। আইনি বিচ্ছেদ হৃতিক-সুসানের সম্পর্ককে যে আলাদা করতে পারেনি, তা বারবার প্রমাণ দিয়েছেন এ যুগল।

দারুণ সব ছবির স্লাইড শো ইনস্টাগ্রামে শেয়ার দিয়েছেন সুসান খান। তাদের পার্টির সুখকর মুহূর্তগুলো সেখানে যুক্ত করা হয়েছে।

সেই ছবিতে দীর্ঘদিন পর ‘ম্যায় হু না’ তারকা জায়েদ খানকে দেখা যাচ্ছে, যিনি সুজানের ভাই। রয়েছেন আরও অনেকে।

হৃতিক রোশন ও সুসান খান শৈশবের বন্ধু ছিলেন। ২০০০ সালে তারা বিয়ে করেন এবং ২০১৪ সালে তাদের বিচ্ছেদ হয়। তাদের ঘরে রয়েছে দুই পুত্রসন্তান। তারা শুধু ভালো অভিভাবকই নন, একে অন্যের দারুণ সহায়কও। যখন কঙ্গনা রনৌতের সঙ্গে হৃতিক রোশনের তুমুল ঝামেলা চলছিল, তখন হৃতিকের পাশে দাঁড়িয়েছিলেন সুজান।

আরও পড়ুন

×