ডাবিং রুমে সোফায় ঘুমাচ্ছেন নায়ক, দেখে আবেগঘন নায়িকা

বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ১০ এপ্রিল ২০২২ | ০৭:২২ | আপডেট: ১০ এপ্রিল ২০২২ | ০৭:৪২
ডাবিংয়ের রুমের সোফায় অঘোরে ঘুমাচ্ছেন চিত্রনায়ক বাপ্পি চৌধুরী। চোখে মুখে ক্লান্তি আর পরিশ্রমের ছাপ। ছবিতে ডাবিংয়ের নির্দেশনার রুমে কাঁচের ওপাশে বসে থাকতে দেখা যাচ্ছে নির্মাতা কাজী হায়াতকেও।
রোববার এমন একটি ছবি শেয়ার করেছেন চিত্রনায়িকা জাহারা মিতু। বুঝতে সমস্যা হচ্ছে না, বাপ্পির ঘুমের ছবিটা তুলেছেন জাহারা মিতু নিজেই। কারণ, গত দুদিন ধরে তারা ব্যস্ত 'জয় বাংলা' ছবির ডাবিং নিয়ে। কাজী হায়াতের নির্দেশনায় ছবিটিতে অভিনয় করেছেন বাপ্পি ও মিতু।
ছবিটি শেয়ার করে জাহারা ছবির ক্যাপশনে লেখেন, ‘করোনার বুস্টার ডোজ নেওয়ার পর গতকাল (৯ এপ্রিল) ডাবিং, আবার আজকে (১০ এপ্রিল) টানা ৪ ঘণ্টা ডাবিং, একপর্যায়ে না পেরে এভাবেই শুয়ে পড়া। অদ্ভুত জীবন, এক একজন মানুষের। কতটা কষ্ট এক একটি কাজের পেছনে।’
মিতু জানান, ‘জয় বাংলা’র সেটে এভাবেই বাপ্পি চৌধুরী কষ্ট করে যাচ্ছেন। তার কাজের প্রতি এমন ডেডিকেশন দেখে প্রতিনিয়ত অবাক হচ্ছেন মিতু। তিনি বলেন, ‘‘বাপ্পি চাইলেই পারতো, আজকে সব বন্ধ রেখে বিশ্রাম নিতে। কিন্তু কাল (১১ এপ্রিল) থেকে যে আবার ‘শত্রু’র শুটিং শুরু!’’
বাপ্পি-মিতু জুটির চতুর্থ সিনেমা ‘শত্রু’। এটি পরিচালনা করছেন তরুণ নির্মাতা সুমন ধর। তবে সেটির গল্পে গেলেন না মিতু। বরং বাপ্পির প্রসঙ্গ ধরে শিল্পী জীবনের কষ্টের গল্প আঁকলেন মেধাবী এই তরুণ।
মিতু বললেন, ‘এরকম কত কষ্টের গল্পের মধ্য দিয়ে আমাদের ইন্ডাস্ট্রির এক একজন সুপারস্টার তৈরি হয়েছে, তা আমরা অনেকেই জানি না। কত অজানা কষ্ট মানুষকে বিনোদন দিতে গিয়ে সহ্য করতে হয় তাদের। কাছ থেকে দেখি বলে হয়তো গল্পগুলো জানতে পারি, কষ্টগুলো বুঝতে পারি। মনে হয়, এখানে নিজের কষ্ট বলে কিছু নেই, জীবনটাই তো অন্যের নামে লিখে দেওয়া। নিজের বলে কি আর কিছু থাকে?’
বাপ্পি চৌধুরী ও জাহারা মিতু প্রথম জুটি হয়ে অভিনয় শুরু করেন অপূর্ব রানার ‘যন্ত্রণা’ ছবির। এরপরই শুরু হয় কাজী হায়াতের ‘জয় বাংলা’ সিনেমা। সিনেমাটির শুটিং চলাকালে শাহীন সুমনের ‘কুস্তিগীর’ছবির শুটিং শেষ করেন। পরে শক্রু নামে আরও একটি ছবির শুটিং শুরু করেন তারা।
- বিষয় :
- বাপ্পি চৌধুরী
- মিতু
- জয় বাংলা ছবি