বিশ্বনেতাদের কাছে প্রিয়াঙ্কা যা চাইলেন

আনন্দ প্রতিদিন ডেস্ক
প্রকাশ: ১০ এপ্রিল ২০২২ | ১২:০০ | আপডেট: ১১ এপ্রিল ২০২২ | ০০:২৬
রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে লাখো মানুষকে বেছে নিতে হয়েছে উদ্বাস্তুর জীবন। যুদ্ধের কারণে খাবার থেকে শুরু করে জ্বালানিসহ বেড়ে চলেছে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম। যে কারণে উদ্বাস্তুদের জীবন আরও দুর্বিষহ হয়ে উঠছে। অসহায় সেইসব মানুষের কষ্ট দেখে আর নীরব থাকতে পারেননি বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। যে কারণে যুদ্ধবিধ্বস্ত মানুষদের পাশে দাঁড়াতে বিশ্বনেতাদের কাছে আবেদন জানিয়েছেন এই অভিনেত্রী।
ভারতীয় সংবাদমাধ্যম থেকে জানা গেছে, প্রিয়াঙ্কা রাশিয়া-ইউক্রেন যুদ্ধের শুরু থেকেই মানবতার পক্ষে আওয়াজ তুলেছেন। এবার অসহায় মানুষদের সাহায্যের জন্য আবেদন করেছেন বিশ্বনেতাদের কাছে। সম্প্রতি এ নিয়ে তিনি একটি ভিডিও বার্তা প্রকাশ করেছেন।
ভিডিও বার্তায় তার বক্তব্য, 'বিশ্বের সব নেতার কাছে আমার একটাই আর্জি, এ মহূর্তে আপনারা উদ্বাস্তুদের পাশে থাকুন। তাদের প্রতি মানবিক আচরণ করুন। উদ্বাস্তুদের সমর্থনে যেসব কর্মী কাজ করেন এবং উকিলদের আহ্বানে আমাদের সাড়া দিতে হবে। এমন পরিস্থিতিতে চুপচাপ দাঁড়িয়ে থাকা যায় না।'
এদিকে বিয়ের পর থেকে অনেক দিন ধরে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন প্রিয়াঙ্কা চোপড়া। তবে বলিউড ছেড়ে যাননি এই অভিনেত্রী। সম্প্রতি তিনি আলোচনায় এসেছেন ফারহান আখতারের 'জিলে যারা' নামের নতুন ছবিতে অভিনয় নিয়ে।
- বিষয় :
- প্রিয়াঙ্কা
- বলিউড
- বিনোদন