মান্নার বিরহ ও শূণ্যতা নিয়ে গান লিখলেন তার স্ত্রী শেলী

বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ১৯ এপ্রিল ২০২২ | ০৪:০৩ | আপডেট: ১৯ এপ্রিল ২০২২ | ০৪:০৫
গত ১৪ এপ্রিল ছিলো নায়ক মান্নার জন্মদিন। বিশেষ এই দিনটিতে নায়ককে স্মরণ করে গান প্রকাশ করেছে তার প্রযোজনা প্রতিষ্ঠান কৃতাঞ্জলী। গানটি গেয়েছেন আসিফ আকবর।
এবার এই নায়ককে প্রকাশিত হচ্ছে আরও একটি নতুন গান। প্রয়াত নায়কের স্ত্রী শেলী মান্না লিখেছেন এই গান। এতে কণ্ঠ দিয়েছেন জনপ্রিয় গায়ক ইবরার টিুপু ও কান্তা।
শেলী মান্না বলেন, ‘আপনজন হারানোর ব্যাথা কথায় ও ভাষায় প্রকাশ যাবে না। মান্নাকে হারিয়েছি অনেক বছর। তার শূন্যতা আমাদের এখনো ভাবায়, এখনো কাঁদায়। মান্না চলে গেলেও তার স্মৃতি আমাদের অন্তরে। তার অসমাপ্ত কাজগুলো আমরা এগিয়ে নিয়ে যাচ্ছি। মান্নাকে হারানোর ব্যথা, তার শূণ্যতা নিয়ে এবারই প্রথম একটি গান লিখলাম।’
চলচ্চিত্রের প্রয়াত অভিনেতা মান্নাকে স্মরণ করা গানটিতে কণ্ঠ দেয়ার পাশাপাশি সুর ও সংগীতায়োজন করেছেন ইবরার টিপু। নায়ক মান্নাকে নিয়ে শেলী মান্নার লেখা গানটি মুক্তি পাবে ঈদুল ফিতরের দিন কৃতাঞ্জলির ইউটিউব চ্যানেলে।
- বিষয় :
- নায়ক মান্না
- শেলী মান্না
- গান