ঢাকা বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫

ল্যাব এইডের থেকে অনুদান নিল নাটকের শিল্পীরা

ল্যাব এইডের থেকে অনুদান নিল নাটকের শিল্পীরা

বিনোদন প্রতিবেদক

প্রকাশ: ২০ এপ্রিল ২০২২ | ০১:১৭ | আপডেট: ২০ এপ্রিল ২০২২ | ০১:১৯

নাটকের অভিনয় শিল্পীদের সংগঠন অভিনয় শিল্পী সংঘ। নানা সময় সংগঠনটি তার সদস্যদের বিশেষ সুবিধা দিয়ে থাকেন।সেই ধারাবাহিকতায় সম্প্রতি  সংঘঠনটির ৫ সদস্যের হাতে অনুদান তুলে দিয়েছে। ল্যাবএইডের অর্থায়নে এই অনুদান দেয়া হয়েছে বলে এক মেইল বার্তায় জানিয়েছে  শিল্পী সংঘ।

১৯ এপ্রিল সন্ধায় ল্যাবএইড কর্তৃপক্ষ শিল্পী সংঘের সভাপতি আহসান হাবীব নাসিম ও সহ সভাপতি আনিসুর রহমান মিলনের হাতে ১০ হাজার করে মোট ৫০ হাজার টাকা অনুদান তুলে দেন। এসময় উপস্থিত ছিলেন সহ সভাপতি সেলিম মাহবুব, আইন ও কল্যাণ সম্পাদক ঊর্মিলা শ্রাবন্তী কর, অনুষ্ঠান সম্পাদক রাশেদ মামুন অপু, দপ্তর সম্পাদক পদে শেখ মেরাজুল ইসলাম, অর্থ সম্পাদক মুহাম্মদ নূর এ আলম (নয়ন), কার্যকরী সদস্য আশরাফুল আশিষ ও তানভীর মাসুদ।

এ প্রসঙ্গে সভাপতি আহসান হাবীব নাসিম বলেন, 'করোনাকালীন সময়ে আমরা চেষ্টা করেছি শিল্পীদের পাশে থাকার। সেই প্রচেষ্টার অংশ হিসেবে আজ আমরা আমাদের ৫ জন শিল্পী যারা আর্থিকভাবে অসচ্ছল তাদের অনুদান দিয়েছি৷ এই আয়োজনে আমাদের আর্থিকভাবে সহায়তা দিয়েছে ল্যাব এইড৷ তাদের কাছে কৃতজ্ঞতা জানাই।'

এর আগে সদস্যদের সুবিধার জন্য সেবামূলক ১১টি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছে অভিনয় শিল্পী সংঘ। এরমধ্যে আছে বিশ্বরঙ, ইউনিভার্সাল হাসপাতাল, ওয়াটারফল রেস্টুরেন্ট এন্ড কমিউনিটি সেন্টার বাংলামোটর ও বনানী শাখা, সিয়েলো রুফটপ বাড্ডা, বনানী ও পরীবাগ শাখা, ওমেন্স ক্লাব মেকওভার এন্ড লেজার, সেইজ মটরস, কাচ্চিভাই, অন্যরকম, পিজ্জু, লেক ভিউ ডায়াগনস্টিক এন্ড ডক্টরস চেম্বার, থাইরো কেয়ার।

আরও পড়ুন

×