ঢাকা বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫

বলিউডের নির্মাতা-শিল্পীদের দিকে অভিযোগের তীর ছুড়েছেন রাভিনা

বলিউডের নির্মাতা-শিল্পীদের দিকে অভিযোগের তীর ছুড়েছেন রাভিনা

রাভিনা ট্যান্ডন

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৫ এপ্রিল ২০২২ | ২১:১০ | আপডেট: ২৫ এপ্রিল ২০২২ | ২১:১০

দক্ষিণ ভারতীয় ছবির সঙ্গে পাল্লা দিয়ে কোনোভাবেই পেরে উঠছে না বলিউড ছবিগুলো। 'বাহুবলী'র পর 'পুষ্পা', 'আরআরআর' 'কেজিএফ-২' যে ব্যবসায়িক সাফল্যের রেকর্ড করছে, তা চমকে দিয়েছে ভারতের প্রতিটি অঞ্চলের ফিল্ম ইন্ডাস্ট্রিকে। অথচ কয়েক বছর আগেও ভারত এবং বিভিন্ন দেশের দর্শকের প্রথম ও প্রধান আকর্ষণ ছিল বলিউড ছবি। কিন্তু এখন চলছে দক্ষিণ ভারতীয় ছবির জয়ধ্বনি।

এ নিয়ে অভিনেত্রী রাভিনা ট্যান্ডন অভিযোগের তীর ছুড়েছেন বলিউডের নির্মাতা ও শিল্পীদের দিকে।

তার কথায়, 'হলিউড ছবিকে নকল করতে গিয়েই ডুবছে বলিউড। হলিউডের অন্ধ অনুকরণ মানুষ ভালো চোখে দেখছে না। অন্যদিকে দেশীয় গল্পের ওপর ভিত্তি করে নির্মিত হচ্ছে দক্ষিণ ভারতীয় ছবি। সেসব ছবিতে দর্শকরা নিজেকে সম্পৃক্ত করতে পারছেন গল্পের সঙ্গে। এটাই হলো দক্ষিণের ছবির সাফল্যের রহস্য। তাই ভিন দেশিদের অনুকরণ ছেড়ে বলিউড নির্মাতা ও শিল্পীদের দেশীয় গল্পকে প্রাধান্য দিতে হবে।'

আরও পড়ুন

×