জনপ্রিয় টিকটকার কিলি পলের ওপর হামলা

ছবি: সংগৃহীত
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০১ মে ২০২২ | ২৩:৩৩ | আপডেট: ০১ মে ২০২২ | ২৩:৩৩
ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম টিকটক ও ইউটিউবে ব্যাপক জনপ্রিয়তা পাওয়া আফ্রিকার দেশ তানজানিয়ার কনটেন্ট ক্রিয়েটর কিলি পলের ওপর হামলা হয়েছে। অজ্ঞাত পরিচয়ের কিছু ব্যক্তির ছুরিকাঘাতে ও লাঠিপেটায় ইন্টারনেট সেনসেশন কিলি পল আহত হয়েছেন।
সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে শেয়ার করা পলের একটি ভিডিওতে দেখা যায়, তিনি স্ট্রেচারের ওপর শুয়ে আছেন। তার বুড়ো আঙুলে ব্যান্ডেজ ও পায়ে আঘাতের চিহ্ন। তবে, তিনি কীভাবে আক্রান্ত হয়েছেন, সে বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। খবর এনডিটিভির।
ইনস্টাগ্রামে পোস্ট করা ভিডিওটি এখন পলের ইউটিউব চ্যানেলের শর্ট ভিডিওতে পাওয়া যাচ্ছে। ইনস্টাগ্রামে ভিডিও পোস্ট করে তিনি লিখেছেন, ‘মানুষ আমাকে শেষ করে দিতে চায়, কিন্তু সৃষ্টিকর্তা সব সময় আমাকে রক্ষা করবেন। আমার জন্য প্রার্থনা করবেন।’
বোন নীমাকে পাশে নিয়ে আফ্রিকার পোশাক পরে ভারতের জনপ্রিয় সব হিন্দি সিনেমার গানের সঙ্গে ঠোঁট মিলিয়ে ও নেচে বিশ্বজুড়ে ব্যাপক পরিচিতি পেয়েছেন তানজানিয়ার এ কনটেন্ট ক্রিয়েটর।