বিয়ে করলেন মেয়ে, ছবি শেয়ার করে আবেগে ভাসলেন এ আর রহমান

বিনোদন ডেস্ক
প্রকাশ: ০৬ মে ২০২২ | ০৩:২৪ | আপডেট: ০৬ মে ২০২২ | ১৩:২৯
ভারতের অস্কারপ্রাপ্ত বরেণ্য সংগীতজ্ঞ এর আর রহমানের মেয়ে খাতিজা বিয়ে করেছেন। বর অডিও ইঞ্জিনিয়ার রিয়াসদীন শাইক মোহাম্মদ। এর আগে জানুয়ারিতে তাদের বাগদান হয়েছিল।
সামাজিক যোগাযোগ মাধ্যমে মেয়ের বিয়ের ছবি প্রকাশ করেছেন এ আর রহমান। যাতে বর ও কনের বসার জায়গার কাছে প্রয়াত তার মায়েরও প্রতিকৃতি ছিল। সাদা পোশাকে বর-কনে বসেছিলেন সোফায়। রহমানের বড় মেয়ে রাহিমা, স্ত্রী সায়রা বানু, এ আর রহমান এবং ছেলে আমিন।
ইনস্টাগ্রামে মেয়ের জামাইসহ ছবি শেয়ার করে আবেগ ভাসছেন এ আর রহমান। ছবিটি শেয়ার করে লিখেছেন, ‘সর্বশক্তিমান নবদম্পতিকে আশীর্বাদ করুন...। আপনাদের শুভকামনা এবং ভালবাসার জন্য অগ্রিম ধন্যবাদ।’
বাবা এ আর রহমানের মতো খাতিজাও সঙ্গীতশিল্পী। তিনি কৃতি শ্যানন অভিনীত ‘মিমি’ ছবির জন্য জনপ্রিয় ‘রক এ বাই বেবি’সহ বিভিন্ন গান গেয়েছেন।
- বিষয় :
- এ আর রহমান
- বিয়ে
- খাদিমা