ঢাকা সোমবার, ০৭ জুলাই ২০২৫

ভিকিকে নিয়ে পছন্দের রেস্তোরাঁয় ক্যাটরিনা

ভিকিকে নিয়ে পছন্দের রেস্তোরাঁয় ক্যাটরিনা

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৯ মে ২০২২ | ০৫:৪২ | আপডেট: ০৯ মে ২০২২ | ০৫:৪৪

মাত্র কয়েক মাস হলো বিয়ের। এখনও হানিমুন সময় পার করছেন বলিউডের জনপ্রিয় জুটি ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশল। এই মুহূর্তে এই জুটি রয়েছেন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে। সোমবার সকালে সেখান থেকে সামাজিক মাধ্যমে ছবি শেয়ার করছেন তারকা এই জুটি।

নিউইয়র্কে ক্যাটরিনার একটি পছন্দের রেস্তোরাঁ রয়েছে। সেটার নাম ‘বাব্বি'জ’ । এখানকার খাবার বেশ প্রিয় ক্যাটরিনার। এবার ভিকিকে নিয়ে সোজা গিয়ে হাজির হয়েছেন সেখানে। মেকআপ ছাড়া ক্যাটরিনার ছবি দেখে মুগ্ধ হয়েছেন নেটিজেনরা।

ছবিতে মনোরম সবুজ শার্টে দেখা গেছে ক্যাটরিনাকে। তাকে জড়িয়ে বসে আছেন ছাই রঙের হুডি পরা ভিকি। জানলার কাচে প্রিয় রেস্তরাঁর নাম। সেখানে গিয়ে ডায়েট ভুলে লোভনীয় প্যান কেক খেয়ে ছবি তুলে তা পোস্টও করেছেন ইনস্টাগ্রামে।

কয়েকদিন আগে পুলে জলকেলি করার ছবি দিয়েছিলেন ক্যাটরিনা। ২০২১ সালের ডিসেম্বরে রাজস্থানে বিয়ে করেন এই জুটি। তারপর থেকে একের পর এক নিজেদের যুগল ছবি দিয়ে ভক্তদের আলোচনায় থাকছেন।


আরও পড়ুন

×