ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

কান উৎসবে অনন্ত-বর্ষা

কান উৎসবে অনন্ত-বর্ষা

আনন্দ প্রতিদিন প্রতিবেদক

প্রকাশ: ১৬ মে ২০২২ | ১২:০০

কান চলচ্চিত্র উৎসবের ৭৫তম আসর শুরু হচ্ছে আজ। এই আয়োজনে অংশ নিচ্ছেন নায়ক অনন্ত জলিল এবং তাঁর স্ত্রী আফিয়া নুসরাত বর্ষা। সামাজিকমাধ্যম ফেসবুকে এক ভিডিওবার্তায় এ তথ্য জানিয়েছেন তাঁরা। অনন্ত জলিলের অফিশিয়াল ফেসবুক পেজে প্রকাশিত ভিডিওতে অনন্ত বলেন, "আমরা কান উৎসবে যাচ্ছি। দোয়া করবেন। সেখানে আমরা 'দিন- দ্য ডে' ও 'নেত্রী- দ্য লিডার' সিনেমার ট্রেলার প্রদর্শন করব। এ ছাড়া বিভিন্ন দেশের প্রযোজক ও সাংবাদিকদের সঙ্গে সাক্ষাৎ হবে। আমাদের 'দিন- দ্য ডে' সিনেমা দেশের প্রেক্ষাগৃহে আসছে কোরবানির ঈদে মুক্তি পাবে। সবাই সিনেমাটি দেখবেন।" একই ভিডিওতে বর্ষা বলেন, "আমরা দু'জনেই যাচ্ছি। 'দিন- দ্য ডে' নিয়ে আমাদের অনেক আশা। আন্তর্জাতিক মানের সিনেমাটি নিয়ে অনেক কিছু করতে চাই।"

আরও পড়ুন

×