ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

ইশরাত নিশাতকে নিয়ে তথ্যচিত্র

ইশরাত নিশাতকে নিয়ে তথ্যচিত্র

প্রয়াত নাট্যজন ইশরাত নিশাত

বিনোদন প্রতিবেদক

প্রকাশ: ৩১ জানুয়ারি ২০২০ | ০১:০৪

সদ্য প্রয়াত নাট্যজন ইশরাত নিশাতকে নিয়ে তথ্যচিত্র নির্মাণের উদ্যোগ নিয়েছে থিয়েটার ডিরেক্টরস ইউনিটি। গত মঙ্গলবার সংগঠনটির এক সভায় এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়। বিষয়টি জানিয়েছেন সংগঠনের আহ্বায়ক ও অভিনেতা অনন্ত হিরা। ইশরাত নিশাতের ছবি, ভিডিও ফুটেজ, তথ্য ও নাট্যজনদের মন্তব্য নিয়ে এ তথ্যচিত্র নির্মিত হবে।

অনন্ত হিরা বলেন, 'ইশরাত নিশাত শুধু দল নয়, পুরো থিয়েটারের জন্যই কাজ করে গেছেন। নাটকের প্রয়োজনে ভালো কিছু করতে কখনও পিছপা হননি। তাকে স্মরণ করতেই আমাদের এ উদ্যোগ। এরই মধ্যে আমরা ইশরাত নিশাতের ছবি ও ভিডিও ফুটেজ সবার কাছে আহ্বান করেছি। আর আগামী মার্চের প্রথম সপ্তাহে থিয়েটার ডিরেক্টরস ইউনিটির সম্মেলনে তথ্যচিত্রটি প্রদর্শন করা হবে।' 

প্রসঙ্গত, দেশ নাটকের প্রধান নাট্যজন ইশরাত নিশাত গত ১৯ জানুয়ারি না ফেরার দেশে পাড়ি জমান।

আরও পড়ুন

×