ঢাকা রবিবার, ০৬ জুলাই ২০২৫

শুটিংয়ে আহত ফারহান

শুটিংয়ে আহত ফারহান

ফারহান আখতার

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১৪ অক্টোবর ২০১৯ | ০৫:০২ | আপডেট: ১৪ অক্টোবর ২০১৯ | ০৬:১৬

বলিউড অভিনেতা ফারহান আখতার তার আসন্ন ছবি 'তুফান' এর শুটিং করতে গিয়ে আহত হয়েছেন। এতে একজন বক্সারের চরিত্রে অভিনয় করতে দেখা যাবে তাকে। 

সিনেমায় চরিত্রকে নিঁখুতভাবে ফুটিয়ে তোলার জন্য পরিশ্রম কোন ঘাটতি রাখছেন না এ অভিনেতা। নিয়ম মেনে চলছিল বক্সিংয়ের পাঠও। আর এতেই ঘটে ওই বিপত্তি। ভারতীয় গণমাধ্যম এই সময়ের প্রতিবেদনে এমনটাই বলা হয়েছে।

রোববার তার আহত হওয়ার খবর নিশ্চিত করেন ফারহান নিজেই। ইনস্টাগ্রামে এক্স-রে-এর ছবি শেয়ার করে ফারহান লেখেন, 'প্রথমবার বক্সিং করতে গিয়ে আহত হলাম। হাতের হ্যামেট বোনে হেয়ার লাইন ফ্র্যাকচার দেখা গেছে।'

এ ছবিতে ফারহানের কোচের ভূমিকায় দেখা যাবে পরেশ রাওয়ালকে। এ ছাড়াও রয়েছেন ম্রুনাল ঠাকুর, ঋষি কাপুর। রাকেশ মেহেরা পরিচালিত 'তুফান' মুক্তি পাবে ২০২০ সালের ২ অক্টোবর।

সম্প্রতি মুক্তি পেয়েছে ফারহান আখতার অভিনীত 'দ্য স্কাই ইজ পিংক'।এতে তার বিপরীতে অভিনয় করেছেন প্রিয়াঙ্কা চোপড়া। 

এর আগে রাকেশের পরিচালনায় 'ভাগ মিলখা ভাগ' ছবিতে দারুণ অভিনয় করে দর্শকদের প্রশংসা পেয়েছিলেন।

আরও পড়ুন

×