প্রতিদিন গৎবাঁধা কাজ ভালো লাগে না

আনন্দ প্রতিদিন প্রতিবেদক
প্রকাশ: ০৪ জুন ২০২২ | ১২:০০ | আপডেট: ০৫ জুন ২০২২ | ০০:৪৮
তানজিকা আমিন। অভিনেত্রী ও উপস্থাপক। আজ মাছরাঙা টিভিতে প্রচার হবে তাঁর অভিনীত নাটক 'অনলাইন অফলাইন'। এই নাটক ও অন্যান্য প্রসঙ্গে কথা হয় তাঁর সঙ্গে-
সাগর জাহানের নাটকে আগেও অভিনয় করেছেন। সেদিক থেকে তাঁর 'অনলাইন অফলাইন' নাটকটি কতটা আলাদা বলে মনে হয়েছে?
সাগর জাহানের সঙ্গে কাজ করে এটা বুঝেছি, সবসময় তিনি দর্শকের কাছে নতুন গল্প তুলে ধরার চেষ্টা করেন। 'অনলাইন অফলাইন' নাটকটিও তাঁর আগের কাজগুলো থেকে কিছুটা হলেও আলাদা। দর্শকও সে কথা স্বীকার করবেন বলেই আমার ধারণা।
অভিনয়ে মাঝেমধ্যে বিরতি নেন, এর কারণ কী?
তারকাখ্যাতির জন্য অভিনয় করি না। তা ছাড়া প্রতিদিন গৎবাঁধা কাজ ভালো লাগে না, করতেও চাই না। সংখ্যায় কম হলেও সে কাজটিই করতে চাই, যা আমাকে আনন্দ দেবে। কিন্তু চাইলেও সবসময় ভালো কাজের সুযোগও পাওয়া যায় না। বেশিরভাগ নাটকে একই ধাঁচের গল্পই চোখে পড়ে। এসব গৎবাঁধা কাজ থেকে নিজেকে সরিয়ে রাখাতেই মাঝেমধ্যে বিরতি নেই।
নাটকের পাশাপাশি সিনেমাতেও কাজ করেছেন। বড় পর্দায় নিয়মিত দেখা যাবে কি?
'গহীনের গান' অন্যসব বাণিজ্যিক সিনেমা থেকে একেবারে আলাদা। গানের গল্প নিয়ে সিনেমা হতে পারে- এটা 'গহীনের গান' সিনেমায় কাজ করার আগে ধারণা ছিল না। এ ধরনের নিরীক্ষাধর্মী কিংবা ভালো গল্পের সিনেমায় কাজের সুযোগ পেলে বড় পর্দায় আবার দেখতে পাবেন। তবে নিয়মিত দেখতে পাবেন কিনা- এটা এখনই বলতে পারছি না।
অভিনয়ের পাশাপাশি এখন উপস্থাপনা করতে দেখা যাচ্ছে। উপস্থাপনার প্রতি ভালো লাগা কি আগে থেকেই ছিল?
উপস্থাপনা করব- এমন কোনো ভাবনা আগে ছিল না। 'নিজের নামেই হোক পরিচয়' অনুষ্ঠান করতে গিয়েই উপস্থাপনার প্রতি আলাদা ভালো লাগা তৈরি হয়েছে। এ আয়োজনে আমরা নারীশক্তিকে তুলে ধরার চেষ্টা করছি। সমাজে পিছিয়ে পড়া নারীদের আত্মনির্ভরশীল করতে তুলতে, সাহস ও প্রেরণা জুগিয়ে যাচ্ছি। এক ধরনের সামাজিক দায়বদ্ধতা থেকেই মূলত এই অনুষ্ঠানের সঙ্গে যুক্ত হওয়া।
কাজের বিষয়ে আজকাল অনেকেই অনলাইনকে প্রাধান্য দিচ্ছেন। এই মাধ্যমকে আপনি কীভাবে দেখছেন?
অস্বীকারের উপায় নেই যে, অনলাইন আমাদের সম্ভাবনার নতুন দুয়ার খুলে দিয়েছে। তাই সুযোগ পেলে নিজেও এই মাধ্যমে ভালো কিছু করে দেখাতে চাই।
- বিষয় :
- তানজিকা আমিন
- অভিনেত্রী
- বাংলা নাটক