সুবাহর যৌতুক মামলায় গায়ক ইলিয়াসের বিরুদ্ধে চার্জ গঠন

আদালত প্রতিবেদক
প্রকাশ: ১৯ জুন ২০২২ | ০৭:৩৬ | আপডেট: ১৯ জুন ২০২২ | ০৭:৪৫
যৌতুকের জন্য নির্যাতনের অভিযোগে অভিনেত্রী শাহ হুমায়রা হোসেন সুবহার করা মামলায় গায়ক ইলিয়াস হোসাইনের বিরুদ্ধে অভিযোগ (চার্জ) গঠন করেছেন আদালত।
রোববার ঢাকার সাত নম্বর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক সাবেরা সুলতানা খানম অভিযোগ গঠনের এ আদেশ দেন।
এদিন রাষ্ট্রপক্ষের আইনজীবী আফরোজা ফারহানা আহমেদ (অরেঞ্জ) আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের জন্য শুনানি করেন। তবে ইলিয়াস হোসেনের পক্ষে আদালতে কোনো আইনজীবী ছিলেন না। বাদী সুবহাও আদালতে আসেননি। শুনানি শেষে আদালত আসামিকে পলাতক দেখিয়ে অভিযোগ গঠনের আদেশ দেন। একই সঙ্গে আগামী ২৪ জুলাই সাক্ষ্য গ্রহণের তারিখ ধার্য করেন আদালত।
যৌতুক ও নির্যাতনের অভিযোগে গত ৩ জানুয়ারি ইলিয়াসের বিরুদ্ধে বনানী থানায় মামলা করেন শাহ হুমায়রা হোসেন সুবহা।
- বিষয় :
- গায়ক ইলিয়াস
- যৌতুক মামলা
- নাসিরের সুবাহ