ফিল্মফেয়ারের পাতায় ‘ডিয়ার মা’ ও জয়াদের ৮ ছবি

জয়া আহসান। ছবি: ফিল্মফেয়ার
বিনোদন ডেস্ক
প্রকাশ: ০৭ জুলাই ২০২৫ | ১৯:১২ | আপডেট: ০৭ জুলাই ২০২৫ | ১৯:২৮
গল্প, চরিত্র নির্বাচন থেকে শুরু করে অনিন্দ্য অভিনয়ের জন্য বরাবরই প্রশংসা কুড়িয়েছেন জয়া আহসান। পশ্চিমবঙ্গের ‘ডিয়ার মা’ সিনেমা দিয়ে প্রথমবার মায়ের চরিত্রে আসছেন তিনি। কদিন আগে এর ট্রেইলার শেয়ার করেছেন বলিউডের মহাতারকা অমিতাভ বচ্চন। এবার সিনেমার কিছু দৃশ্য উঠে এলো ভারতের চলচ্চিত্র পুরস্কার ফিল্মফেয়ারের পাতায়।
গতকাল ‘ডিয়ার মা’ সিনেমার কয়েকটি স্থিরচিত্র ফেসবুকে শেয়ার করে ফিল্মফেয়ার কর্তৃপক্ষ। ক্যাপশনে তারা লিখেছে, “অনিরুদ্ধ রায়চৌধুরীর ‘ডিয়ার মা’ থেকে কিছু অব্যক্ত বিটিএস স্থিরচিত্র। সঙ্গে জয়া আহসান ও শাশ্বত চট্টোপাধ্যায়।” ছবি: ফিল্মফেয়ার ফেসবুক
‘ডিয়ার মা’ সিনোমার শুটিংয়ে ধৃতিমান চট্টোপাধ্যায় ও জয়া আহসান। ছবি: ফিল্মফেয়ার
শুটিংকালে নির্মাতা অনিরুদ্ধ রায়চৌধুরী ও জয়া আহসান। ছবি: ফিল্মফেয়ার
‘ডিয়ার মা’ সিনেমার একটি দৃশ্যে জয়া আহসান, চন্দন রায় স্যানাল। ছবি: ফিল্মফেয়ার
‘ডিয়ার মা’ সিনেমার একটি দৃশ্যে জয়া আহসান। ছবি: ফিল্মফেয়ার
‘ডিয়ার মা’ সিনেমার একটি দৃশ্যে শাশ্বত চট্টোপাধ্যায় ও ধৃতিমান চট্টোপাধ্যায়। ছবি: ফিল্মফেয়ার
সিনেমার একটি দৃশ্যে জয়া আহসান। ছবি: ফিল্মফেয়ার
- বিষয় :
- জয়া আহসান