নায়ক ইমনের দুই নাটক, বিপরীতে দীপান্বিতা

বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ০৬ জুলাই ২০২২ | ০৫:০৯ | আপডেট: ০৬ জুলাই ২০২২ | ০৫:০৯
সিনেমায় অভিনয়ের পাশাপাশি মাঝে মাঝেই নাটকে দেখা যায় চিত্রনায়ক ইমনকে। বিশেষ করে উৎসব কেন্দ্রিক দিনগুলোতে নাটকে নিয়মিতই তিনি। এবার ঈদেও আসছে তার অভিনীত নাটক।
ঈদে ইমন 'মিস্টার বাকী ম্যান’,‘তোমার চোখ এত লাল কেন ’ নামে দুটি নাটকে অভিনয় করেছেন। দুটি নাটকেই ইমনের বিপরীতে অভিনয় করেছেন দীপান্বিতা রায়।
দুটি নাটকই প্রচার হবে একুশে টিভিতে। একটি প্রচার হবে ঈদের দ্বিতীয় দিন অন্যটি ঈদের পঞ্চম দিন।
'মিস্টার বাকী ম্যান' নাটকে পুরনো ঢাকার এক বাউণ্ডুলে ছেলের চরিত্রে দেখা যাবে ইমনকে। আর বাড়িওয়ালার মেয়ের চরিত্রে থাকবেন দীপান্বিতা।
'তোমার চোখ এত লাল কেন' নাটকটি প্রেমের টানাপোড়েনের এক গল্প। শিহাব আর লিমার সুখী দাম্পত্য জীবন। হঠাৎ করেই ঝড়ের মতো হাজির হয় শিহাবের আগের স্ত্রী অহনা, যার সঙ্গে এক বছর আগেই শিহাবের ছাড়াছাড়ি হয়ে গেছে। পরে শুরু হয় সম্পর্কের টানাপোড়েন।
এই গল্পে শিহাবের চরিত্রে অভিনয় করেছেন মামুনুল ইমন, লিমার চরিত্রে দীপান্বিতা রায় এবং অহনার চরিত্রে অভিনয় করেছে সূচনা আজাদ।