'সবার ভালোবাসায় আমরা ভালো আছি, থাকতে চাই বহু বছর'

বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ০৭ জুলাই ২০২২ | ০৭:০১ | আপডেট: ০৭ জুলাই ২০২২ | ০৭:০২
বাংলাদেশের একজন খ্যাতিমান অভিনেত্রী সুবর্ণা মুস্তাফা। ২০০৮ সালের ৭ জুলাই তিনি বিয়ে করেন নির্মাতা বদরুল আনাম সৌদকে। আজ তাদের ১৪তম বিবাহবার্ষিকী। বিশেষ এই দিনটিতে সুবর্ণা ও সৌদকে সামাজিক যোগাযোগমাধ্যমে শুভেচ্ছা জানাচ্ছেন শোবিজ তারকারা।
সুবর্ণা মুস্তাফা তার ফেসবুকে সৌদের সঙ্গে ছবি পোস্ট করে লিখেছেন, 'শুভ বিবাহবার্ষিকী সৌদ। তোমাকে সবসময় ভালোবাসি।'
২০০৮ সালের ৭ জুলাই সুবর্ণা মুস্তাফা ও বদরুল আনাম সৌদ সংসার জীবন শুরু করেন। বিশেষ দিনটিতে বদরুল আনাম সৌদ বলেন, 'সবার ভালোবাসায় আমরা দুজনে ভালো আছি। এভাবেই ভালো থাকতে চাই আরও বহুবছর। শুধুই আশীর্বাদ চাই।'
সুবর্ণা মুস্তাফা বলেন, 'সুন্দরভাবে ১৪ বছর ধরে পথ চলছি। জীবন অনেক সুন্দর।'
অভিনেত্রী হিসেবে আশির দশক থেকে প্রতিষ্ঠিত সুবর্ণা মুস্তাফা। তিনি স্বামী সৌদের পরিচালনায় বেশ কিছু নাটকে অভিনয় করেছেন। ২০১৭ সালে সৌদের সরকারি অনুদানের ছবি ‘গহীন বালুচর’-এও অভিনয় করেন সুবর্ণা। ওই ছবিটি বেশ কয়েকটি বিভাগে জাতীয় পুরস্কার জেতে। সৌদ পেয়েছিলেন শ্রেষ্ঠ পরিচালক ও শ্রেষ্ঠ সংলাপ রচয়িতার পুরস্কার।
নব্বইয়ের দশকের জনপ্রিয় নাট্য অভিনেত্রী আফসানা মিমির সোপ অপেরা ‘ডলস হাউস’-এর সহ-পরিচালক ছিলেন বদরুল আনাম সৌদ। সেটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছিলেন সুবর্ণা মুস্তাফা। ২০০৭ সালের ঘটনা। সে সময় একসঙ্গে কাজ করতে গিয়ে সম্পর্কে জড়ান সৌদ ও সুবর্ণা। পরের বছর তারা বিয়ে করেন।
- বিষয় :
- সুবর্ণা মুস্তাফা
- বদরুল আনাম সৌদ
- বিনোদন