ঢাকা বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫

আবার 'মারদানি' আবারও রানী

আবার 'মারদানি' আবারও রানী

রানী মুখার্জি

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০২ অক্টোবর ২০১৯ | ০১:১৭ | আপডেট: ০২ অক্টোবর ২০১৯ | ০৩:০১

পাঁচ বছর আগে যখন 'মারদানি' ছবিতে ইন্সপেক্টর শিবানী শিবাজি রায়ের ভূমিকায় পর্দায় অভিনয় করেন অভিনেত্রী রানী মুখার্জি, তখন বলিউড দর্শক মুগ্ধ হয়েছিলের এ চরিত্রের ক্ষুরধার ব্যক্তিত্ব ও সাহসিকতা দেখে।

নারী পাচারের বিরুদ্ধে শিবানী রায়ের সংগ্রাম এবং রানী মুখার্জির অ্যাকশন-প্যাক্ট অভিনয়ের যুগলবন্দি প্রশংসিত হয়েছিল। সেই ছবির সিক্যুয়াল আসছে আগামী ডিসেম্বরে। আগের ছবিটি পরিচালনা করেছিলেন প্রদীপ সরকার, সিক্যুয়ালটি পরিচালনা করেছেন গোপী পুথরান।

'মারদানি টু'-এর বেশিরভাগ শুটিং হয়েছে কোটাসহ রাজস্থানের বিভিন্ন অংশে। সদ্য মুক্তিপ্রাপ্ত টিজারে নতুন ছবির সামান্য ঝলক দেখলেও গল্প আঁচ করতে পারবেন না দর্শক। তবে এর মধ্যে টিজারটি উন্মাদনা ছড়িয়েছে। রানী বলেন, 'মারদানি টু'-এর প্রচারের প্রথম অংশটি এলো দুর্গাপূজার সময়ে। এটাই দারুণ লাগছে কারণ মা দুর্গাই নারীশক্তির আসল রূপ। 

২০১৮ সালের ডিসেম্বরে 'মারদানি টু'-এর ঘোষণা হয় এবং শুটিং শুরু হয় এ বছরের মার্চ মাস থেকে। রাজস্থানের তপ্ত গরমে, ৪২ ডিগ্রি তাপমাত্রায় রানীর অ্যাকশন দৃশ্যের শুট করা হয়েছে। আগামী ১৩ ডিসেম্বর মুক্তি পাবে ছবিটি।


আরও পড়ুন

×