ঢাকা সোমবার, ০৭ জুলাই ২০২৫

অসুখ বেড়েছে মায়ের, পুরো পরিবার নিয়ে হায়দরাবাদে বাপ্পি

অসুখ বেড়েছে মায়ের, পুরো পরিবার নিয়ে হায়দরাবাদে বাপ্পি

বিনোদন প্রতিবেদক

প্রকাশ: ১৭ জুলাই ২০২২ | ০১:৫৮ | আপডেট: ১৭ জুলাই ২০২২ | ০১:৫৯

সিনেমার পোকা চিত্রনায়ক বাপ্পি চৌধুরী। তাই দেশের হলে নতুন ছবি মুক্তি পেলেই নিজেকে লুকিয়ে বাঁচিয়ে প্রথম শো হলে গিয়েই দেখে আসেন। তবে এবারের ঈদে মুক্তি পাওয়া তিন ছবির একটিও দেখা হয়নি তার। তবে দেখা না হলেও তিন ছবির জন্য নিজের অফিসিয়াল ফেসবুক পেজে শুভ কামনা জানিয়েছেন।

ঈদের তিন ছবির একটিও না দেখার পেছনে কারণ রয়েছে। বাপ্পির মা স্বপ্না সাহা অসুস্থ। তার চিকিৎসার জন্য গত ৪ জুলাই ভারতে গেছেন এই নায়ক। বাপ্পি বলেন, পরিপাকতন্ত্রের সমস্যায় ভুগছেন তার মা। তাই তার উন্নত চিকিৎসার জন্য পরিবারের সদস্যদের সঙ্গে বর্তমানে ভারতের হায়দরাবাদে অবস্থান বাপ্পিও তার পরিবার।

বাপ্পি বললেন, ‘মায়ের আলসারের সমস্যা। বিষয়টি আর সাধারণ পর্যায়ে নেই। কারণ অনেকদিন ধরেই এটি বাড়ছে। দেশে চিকিৎসা করেও কাজ হচ্ছিল না। তাই আমরা পুরো পরিবার মাকে নিয়ে হায়দরাবাদে এলাম। এখানে চিকিৎসা নেওয়ার পর তিনি ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন। বর্তমানে মায়ের শারীরিক অবস্থা ভালোর দিকে।’

ঈদ উৎসবের মধ্যে ভারতে গেছেন তাই দেশের সিনেমাগুলো হলে বসে দেখা হচ্ছে বলে মিস করছেন বলে জানালেন এই তারকা। তবে সবার আগে মা- এমন বার্তাই দিলেন তিনি। বাপ্পি আরও বলেন, ‘ঈদে দেশে থাকলে সিনেমা হলে গিয়ে ছবি দেখতাম। এবার তো জমজমাট শো চলছে। খুব মিস করছি। তবে মায়ের চিকিৎসা সবার আগে। মাকে নিয়ে দেশে ফিরি, তারপর সিনেমা দেখবো।’

আগামী ২৫ জুলাই মাকে নিয়ে ঢাকায় ফিরবেন  বাপ্পি চৌধুরী। এসেই অংশ নেবেন ‘শত্রু’ সিনেমার শুটিংয়ে। ছবিটি এ বছরই মুক্তি পাওয়ার কথা রয়েছে। এ ছাড়াও  বছরের শুরুতে বাপ্পি অভিনীত 'শ্বশুরবাড়ি জিন্দাবাদ ২' এখনও দেশের বিভিন্ন হলে চলছে। 

আরও পড়ুন

×