ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

বঙ্গমাতার চরিত্রে এখনও নিশ্চিত না: নাবিলা

বঙ্গমাতার চরিত্রে এখনও নিশ্চিত না: নাবিলা

মাসুমা রহমান নাবিলা

সমু সাহা

প্রকাশ: ১১ ফেব্রুয়ারি ২০২০ | ০০:০২

মাসুমা রহমান নাবিলা। মডেল, উপস্থাপক ও অভিনেত্রী। চ্যানেল আইয়ে 'তীর অ্যাডভান্সড কিচেন' অনুষ্ঠানে উপস্থাপনা করছেন তিনি। সাম্প্রতিক ব্যস্ততা ও অন্যান্য প্রসঙ্গে কথা হলো তার সঙ্গে-

'তীর অ্যাডভান্সড কিচেন' অনুষ্ঠানে উপস্থাপনার অভিজ্ঞতা কেমন?

বেশ ভালো। নতুন একটি কনসেপ্ট সামনে রেখে এ অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। এর মাধ্যমে একটি সাধারণ কিচেনকে [রান্নাঘর] অ্যাডভান্সড কিচেনে রূপান্তরিত করার বিভিন্ন প্রক্রিয়া সামনে তুলে ধরা হয়। এমন আয়োজন এর আগে আমাদের দেশে তেমন একটা দেখা যায়নি।

এটি নতুন ভাবনার আয়োজন বলছেন, কিন্তু কেন?

দেখুন, একটি বাড়িতে রান্নাঘর নিয়ে খুব কম মানুষ আলাদা করে ভাবেন। কিন্তু এটি ঘরের শোভা বর্ধনে কম ভূমিকা পালন করে না রান্নাঘর। তা ছাড়া সুন্দর রান্নাঘর ওই পরিবারের সৌন্দর্য সচেতনতার পরিচয় বহন করে। এখনকার প্রজন্ম অবশ্য এ বিষয়টি গুরুত্বের সঙ্গেই ভাবে। মূলত তাদের কেন্দ্র করেই এ আয়োজন।

শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ভূমিকায় অভিনয় করতে যাচ্ছেন...

এ খবরটি আমারও চোখে পড়েছে। কিন্তু আমি এখনও নিশ্চিত নই কোন চরিত্রে সুযোগ পাচ্ছি বা আদৌ পাব কিনা। এফডিসিতে শুধু বঙ্গমাতার চরিত্রে অডিশন দিয়েছি। তবে এ চরিত্রেই যে অভিনয় করছি, এমনটা নাও হতে পারে। আবার হতে পারে, অন্য কোনো চরিত্রেও কাজ করতে পারি। এটা নিতান্তই ছবিটির পরিচালক শ্যাম বেনেগাল ও তার টিমের ওপর নির্ভর করছে।

অভিনয় নিয়ে সামনের দিনগুলোয় কীভাবে আগাতে চান?

খুব বেশি পরিকল্পনা করে আগানোর চেয়ে শুধু ভালো ভালো কাজ করে যাওয়ার ইচ্ছাই বেশি। অভিনয় নিয়ে খুব বেশি তাড়াহুড়া আমার নেই। তাই একপা দু'পা করে কাজ করছি। অভিনয় আমার খুব ভালো লাগার একটা জায়গা। এখানে নিয়মিত কাজ করতে চাই না। মাঝে মাঝে আনন্দ নিয়ে অভিনয় করে যেতে চাই।

সিনেমার চেয়ে উপস্থাপনায় বেশি মনোযোগ দিতে চাইছেন...

কিছুটা বলতে পারেন। আসলে উপস্থাপনা সবসময় আমার কমফোর্ট জোন। অভিনয় করি শুধু ভালো চিত্রনাট্য পেলে। একটু বেছে কাজ করার পক্ষপাতী আমি। তা না হলে আয়নাবাজির পর এতদিনে আরও বেশ কয়েকটি সিনেমায় আমাকে দেখা যেত।

আরও পড়ুন

×