নেহা-আদিত্যর বিয়ে একটি স্টান্টবাজি, বললেন উদিত নারায়ণ

বাবা উদিত নারায়ণের সঙ্গে আদিত্য এবং ডানে নেহা কাক্কর।
বিনোদন ডেস্ক
প্রকাশ: ১১ ফেব্রুয়ারি ২০২০ | ০৩:৪৯ | আপডেট: ১১ ফেব্রুয়ারি ২০২০ | ০৩:৫৩
বিয়ে করছেন বলিউডের জনপ্রিয় গায়িকা নেহা কাক্কর। ভালোবাসা দিবসেই কণ্ঠশিল্পী উদিত নারায়নের ছেলে গায়ক-সঞ্চালক আদিত্য নারায়ণের সঙ্গে বিয়ে বন্ধনে আবদ্ধ হচ্ছেন বলে সম্প্রতি সংবাদমাধ্যম থেকে শুরু করে সোশ্যাল মিডিয়ায় বেশ ঘটা করে রটছে এ খবর।
ভালোবাসা দিবসে বিয়ে তাদের। সে হিসেবে বিয়ের আছে বাকি তিন দিন। এই তিনদিন আগেই আদিত্য নায়রানের বাবা শিল্পী উদিত নারায়ণ যেনো মন্তব্যের বোমা ফাটালেন। জানালেন ভালোবাসা দিবসে তার ছেলের সঙ্গে নেহার বিয়ে হচ্ছেনা।
তিনি জানান যে রিয়েলিটি শো-তে একসঙ্গে কাজ করেন নেহা-আদিত্য, সেই চ্যানেল থেকেই টিআরপি বাড়ানোর জন্য গুজব বানানো হয়েছিল। এককথায় বলতে গেলে নেহা-আদিত্যর বিয়ের খবর ‘পাবলিসিটি স্টান্ট’ ছাড়া আর কিচ্ছু নয়।
তবে যে মঞ্চে বাবা-মাকে ডেকে প্রেম বিনিময় বিনিময় দেখানো হলো? সেটাও কি লোক দেখানো? প্রশ্ন করতেই ভারতীয় গণমাধ্যমে উদিত নারায়ণ বললেন, আদিত্য আমাদের একমাত্র ছেলে। ওর বিয়ে দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি আমরা। যদি এই বিয়ের খবর সত্যি হত, তাহলে আমি এবং আমার স্ত্রী এই পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ হতাম। কিন্তু আদিত্য এখনও পর্যন্ত এ ব্যাপারে আমাদের কিচ্ছু জানায়নি। নেহা খুব ভাল মেয়ে। ও আমাদের বাড়ির বউ হলে খুব খুশি হব আমি।’
তবে বাবার এমন মন্তব্যে কোন মন্তব্য করেননি ছেলে আদিত্য নারায়ণ। তার নিরবতাতে বাবার কথার সম্মতির লক্ষণ বলেই মনে করছেন সবাই।
এর আগে এক সাক্ষাৎকারে নেহার উচ্ছ্বসিত প্রশংসা করেছিলেন উদিত নারায়ণ। তখন তিনি বলেছিলেন, ‘নেহা খুব মিষ্টি মেয়ে। ওরা বিয়ে করলে আমার কোনও অসুবিধে নেই। ভালই হবে। গানবাজনার পরিবারে আরও এক গায়িকা যুক্ত হবে।’ এমন মন্তব্য করার দিন পনরো পরই জানানলেন তার ছেলের সঙ্গে বিয়ে না হওয়ার কথা।
এর আগে হিমাংশু কোহালির সঙ্গে প্রেমে মজে ছিলেন নেহা। তার সঙ্গে ব্রেকআপের পর হতাশায় ডুবে গিয়েছিলেন এ গায়িকা। আত্মহত্যার কথাও নাকি ভেবেছিলেন। সে সময়টাতেই তার জীবনে আসে আদিত্য। কিন্তু এ সম্পর্কও এখন চলে যাওয়ার পথে। বাবা উদিত নারায়ণের মন্তব্যে সেটাই প্রতিয়মান হলো।
- বিষয় :
- নেহা কাক্কর
- আদিত্য নারায়ণ
- উদিত নারায়ণ