ঢাকা সোমবার, ০৭ জুলাই ২০২৫

ভিকি-ক্যাটরিনাকে প্রাণনাশের হুমকি

ভিকি-ক্যাটরিনাকে প্রাণনাশের হুমকি

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৫ জুলাই ২০২২ | ০১:২৮ | আপডেট: ২৫ জুলাই ২০২২ | ০১:৩০

একের পর এক বলিউড তারকাকে হত্যার হুমকি দেওয়া হচ্ছে। সুপারস্টার সালমান খান, অভিনেত্রী স্বরা ভাস্করের পর এবার প্রাণনাশের হুমকি পেলেন তারকা জুটি ভিকি কৌশল-ক্যাটরিনা কাইফ। সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদেরকে হত্যার হুমকি দেওয়া হয়। মুম্বাই পুলিশের পক্ষ থেকে ভারতীয় গণমাধ্যমকে তথ্যটি নিশ্চিত করা হয়েছে।


পুলিশ জানিয়েছে,মুম্বাইয়ের সান্তাক্রজ থানায় ওই ব্যক্তির নামে লিখিত অভিযোগ করেছেন ভিকি-ক্যাট।

জানা গেছে, সম্প্রতি মালদ্বীপে ছুটি কাটিয়ে ফিরেছেন ভিকি আর ক্যাটরিনা। ক্যাটের জন্মদিন উদযাপন করতে সেখানে গিয়েছিলেন এই তারকা জুটি। সঙ্গে ছিলেন তাদের বন্ধু বান্ধব ও পরিবার। সেখান থেকে ফেরার পর একগুচ্ছ ছবি আর ভিডিও সামাজিক মাধ্যমে শেয়ারও করেছিলেন তারা। এরপরই তারা হত্যার হুমকি পান। তবে হুমকি কী বলা হয়ে তা জানা যায়নি।

কয়েকদিন আগে সালমান খানও তার বাবা সেলিম খানকে হত্যার হুমকি দিয়ে চিঠি দেওয়া হয়। যেখানে লেখা ছিল বাবা আর ছেলের অবস্থাও হবে পঞ্জাবি গায়ক সিধু মুসেওয়ালার মতো। যাকে প্রকাশ্য দিবালোকে গুলি করে মারা হয়। সেই ঘটনার পর সালমান ও তার পরিবারের নিরাপত্তা বাড়িয়ে দেওয়া হয়। তদন্ত জানা গেছে, বিষ্ণোই গ্যাং অর্থ আদায়ের করছে বলিউড থেকে। এ কারণে হুমকি দেওয়া হচ্ছে তারকাদের।

এছাড়া হত্যার হুমকি পেয়ে অভিনেত্রী স্বরা ভাস্করও পুলিশের কাছে অভিযোগ করেছেন।  পুলিশ জানিয়েছে, অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি তার বাড়িতে হুমকি চিঠি রেখে যান। হিন্দিতে ছাপার অযোগ্য ভাষায় লেখা ছিল সেই চিঠি। আর নাম হিসেবে লেখা ছিল ‘দেশ কা নওজাওয়ান’।

সালমান খানের সঙ্গে 'টাইগার থ্রি' ছবিতে অভিনয় করতে দেখা যাবে ক্যাটরিনাকে। এছাড়াও ফারহান আখতার পরিচালিত রোড ট্রিপ ড্রামা ‘জি লে জারা’-তে কাজ করবেন অভিনেত্রী। সঙ্গে থাকবেন আলিয়া ভাট আর প্রিয়াঙ্কা চোপড়া। এছাড়া পরিচালক বিজয় সেতুপতির আগামী ছবি 'মেরি ক্রিসমাস'-এ মুখ্য চরিত্রে দেখা যাবে ক্যাটরিনাকে। এদিকে ফারাহ খানের পরবর্তী ছবিতে তৃপ্তি দিমরির সঙ্গে দেখা যাবে ভিকি কৌশলকে।


আরও পড়ুন

×