ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

দেশের জনসংখ্যা বাড়ার ভয়ে বিয়ের ১০ বছরেও সন্তান নেননি রাম চরণ

দেশের জনসংখ্যা বাড়ার ভয়ে বিয়ের ১০ বছরেও সন্তান নেননি রাম চরণ

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২৭ জুলাই ২০২২ | ০৫:২৮ | আপডেট: ২৭ জুলাই ২০২২ | ০৫:২৯

তেলেগু সুপারস্টার রাম চরণ। একের পর এক ব্লকবাস্টার হিট সিনেমা উপহার দিয়ে আলোচনায় তিনি। রাম চরণের ব্যক্তিগত জীবন নিয়ে তার ভক্তদের কৌতুহলের যেনো শেষ নেই। 

২০১২ সালে বান্ধবী উপাসনা কামিনেনি কোনিদেলারকে বিয়ে করেছিলেন রাম চরণ।  উপাসনাকে নিয়ে দশ বছরের সংসার তার। কিন্তু দশ বছরেও সন্তান নেননি তারা। 

এ নিয়ে ভক্তদেরও কৌতূহলের শেষ নেই। কবে বাবা হবেন তাদের প্রিয় এই সুপারস্টার?

কিছুদিন আগে সে প্রশ্নের উত্তর দিয়েছেন  রাম চরণের স্ত্রী উপাসনা। তারকাদের প্রেম-বিয়ে-বিচ্ছেদ সংক্রান্ত ওয়েবসাইট বলিউড শাদিস ডটকম এক প্রতিবেদনে জানাচ্ছে, সম্প্রতি এক অনুষ্ঠানে উপাসনা বলেছেন, এই মুহূর্তে সন্তান নেওয়ার কোনও পরিকল্পনাই নেই তাঁদের। ক্রমবর্ধমান জনসংখ্যা নিয়ন্ত্রণের কথা ভেবেই যে এই সিদ্ধান্ত।'

এর আগেও এ প্রসঙ্গে রাম চরণ জানিয়েছিলেন, ‘সিনেমাই আমার ভালবাসা। সিনেমায় মনোযোগ দিতে এই মুহূর্তে সন্তান নিতে প্রস্তুত নই।’

চলতি বছর মুক্তি পাওয়া বিশ্বজুড়ে আলোচিত ছবি ‘আরআরআর’ এর অন্যতম অভিনেতা রাম চরণ। এই ছবির সাফল্যের পর হুর হুর করে বেড়েছে তার পারিশ্রমিকও। 

আরও পড়ুন

×