ফিরোজা বেগম স্মৃতি স্বর্ণপদক পেলেন ফেরদৌসী রহমান ও আব্দুল হাদী

আয়োজক ও অতিথিদের সঙ্গে ফেরদৌসী রহমান [বাঁ থেকে চার নম্বরে] এবং সৈয়দ আব্দুল হাদী [ডানে দ্বিতীয়]
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৮ জুলাই ২০২২ | ১২:০০ | আপডেট: ২৯ জুলাই ২০২২ | ০০:৪২
বরেণ্য সংগীতশিল্পী ফেরদৌসী রহমান ও সৈয়দ আব্দুল হাদীকে 'ফিরোজা বেগম স্মৃতি স্বর্ণপদক' দেওয়া হয়েছে। করোনার কারণে গত দুই বছর এই পুরস্কার দেওয়ার অনুষ্ঠান আয়োজন করতে না পারায়, এ বছর একই সঙ্গে ২০২০ সালের জন্য ফেরদৌসী রহমান এবং ২০২১ সালের জন্য সৈয়দ আব্দুল হাদীকে মনোনীত করা হয়।
গত বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয় ফিরোজা বেগম স্মৃতি স্বর্ণপদক ট্রাস্ট ফান্ডের উদ্যোগে তাঁদের হাতে এই সম্মাননা তুলে দেন ঢাবি উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান।
অনুষ্ঠানে শিল্পী ফিরোজা বেগমের সহোদর ও এসিআই ফাউন্ডেশনের চেয়ারম্যান এম. আনিস উদ দৌলা তাঁর বক্তব্যের মাধ্যমে ঢাবির এই উদ্যোগের প্রশংসা করেন। তিনি সংগীতের প্রতি ফিরোজা বেগমের নিষ্ঠা, ত্যাগ এবং চর্চার কিছু স্মৃতি তুলে ধরেন।
উল্লেখ্য, সংগীতে অসামান্য অবদানের জন্য ২০১৬ সালে সাবিনা ইয়াসমিন, ২০১৭ সালে রেজওয়ানা চৌধুরী বন্যা, ২০১৮ সালে রুনা লায়লা, ২০১৯ সালে ফরিদা পারভীন পান এই সম্মাননা।