আবদুল আলীম স্মারক ডাকটিকিট

আবদুল আলীম
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৮ জুলাই ২০২২ | ১২:০০ | আপডেট: ২৯ জুলাই ২০২২ | ০০:৩৬
প্রকাশিত হলো উপমহাদেশের খ্যাতিমান লোকসংগীত শিল্পী আবদুল আলীম স্মারক ডাকটিকিট ও উদ্বোধনী খাম। বুধবার ২৭ জুলাই ছিল বরেণ্য এই শিল্পীর ৯১তম জন্মবার্ষিকী।
এ উপলক্ষে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার বুধবার সচিবালয়ের নিজ দপ্তরে ১০ টাকা মূল্যমানের একটি স্মারক ডাকটিকিট ও একই মূল্যমানের একটি উদ্বোধনী খাম অবমুক্ত করেন। এ ছাড়া ৫ টাকা মূল্যমানের একটি ডাটাকার্ড প্রকাশ করা হয় এদিন। আবদুল আলীম স্মরণে ডাক অধিদপ্তর এই উদ্যোগ নেয়।
এ উপলক্ষে এক বিবৃতিতে মোস্তাফা জব্বার বলেন, বাংলা লোকগানের উজ্জ্বল নক্ষত্র ছিলেন শিল্পী আবদুল আলীম। তাঁর কণ্ঠের মাধুর্যে লোকসংগীত পৌঁছে গেছে অন্য এক উচ্চতায়। তাঁর গানে জীবন, জগৎ ও ভাববাদী চিন্তা একাকার হয়ে যায়।
মাত্র ১৩ বছর বয়সে তাঁর গানের প্রথম রেকর্ড প্রকাশিত হয়। পল্লিগীতি, ভাটিয়ালি, দেহতত্ত্ব, মুর্শিদি- এসব গানের শিল্পী হিসেবে আজও তিনি অপ্রতিদ্বন্দ্বী। কণ্ঠস্বরের অসাধারণ ঐশ্বর্য নিয়ে তিনি জন্মেছিলেন।'
- বিষয় :
- আবদুল আলীম
- স্মারক ডাকটিকিট
- লোকসংগীত