ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

বিয়ে করছেন হৃতিকের প্রাক্তন স্ত্রী সুজান খান?

বিয়ে করছেন হৃতিকের প্রাক্তন স্ত্রী সুজান খান?

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৮ আগস্ট ২০২২ | ০১:০৯ | আপডেট: ০৮ আগস্ট ২০২২ | ০১:১৮

বলিউডের জনপ্রিয় অভিনেতা হৃতিক রোশনের প্রাক্তন স্ত্রী সুজান খান শিগগিরই বিয়ে করতে চলেছেন বলে জানা গেছে। প্রেমিক আরসালান গোনির সঙ্গেই গাটছড়া বাঁধতে চলেছেন তিনি।

বলিউডের একটি সূত্রে জানান গেছে, কয়েক বছর ধরেই অভিনেতা আরসালান গোনির সঙ্গে প্রেম করছেন সুজান। দুজনকে বিভিন্ন জায়গায় ঘুরতেও দেখা গেছে। এবার বিয়েটাও খুব তাড়াতাড়ি সেরে ফেলবেন তারা।

সুজানের ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, সুজান আর আরসালান দুজনেই নিশ্চিত বাকি জীবনটা তারা একসঙ্গে কাটাতে চান। সুজানও দ্বিতীয় বিয়ের জন্য প্রস্তুত। বিয়েটা খুব সাধারণভাবেই করার ইচ্ছে রয়েছে তাদের। এখন শুধু তারিখ ঠিক হওয়া বাকি।

২০০০ সালের ডিসেম্বরে হৃতিকের সঙ্গে সাত পাকে বাঁধা পড়েছিলেন সুজান। ২০১৪ সালে তাদের বিচ্ছেদ হয়। তবে বন্ধুত্বের সম্পর্কটা এখনও অটুট রয়েছে। আপাতত দুজনেই প্রেম করছেন। ছেলেদের দায়িত্বও সমানভাবে নিজেদের কাঁধে তুলে নিয়েছেন।

জুলাইতেই ক্যালিফর্নিয়া গিয়েছিলেন আরসালান আর সুজান। সেই সময় ইনস্টাগ্রামে একাধিক ছবি আর ভিডিও শেয়ার করেছিলেন সুজান। অন্যদিকে হৃতিক রোশন আর সাবা আজাদও চুটিয়ে প্রেম করছেন। লন্ডনে ছিলেন তারা কিছুদিন আগেই। তার আগে প্যারিসে। তবে এখনই বিয়ের কথা ভাবতে রাজি নন তারা। আপাতত নিজেদের সম্পর্ককে আরও মজবুত করতে চান।



আরও পড়ুন

×