ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

১৬ ডিসেম্বরে ছবি মুক্তি, বাপ্পি বললেন জয় বাংলা এ দেশে একটাই

১৬ ডিসেম্বরে ছবি মুক্তি, বাপ্পি বললেন জয় বাংলা এ দেশে একটাই

বিনোদন প্রতিবেদক

প্রকাশ: ২৩ আগস্ট ২০২২ | ০৬:৫১ | আপডেট: ২৩ আগস্ট ২০২২ | ০৬:৫৩

লেখক ও শিক্ষক মুনতাসীর মামুনের  ‘জয়া বাংলা’ উপন্যাস নিয়ে চলচ্চিত্র নির্মাণ করেছেন বরেণ্য নির্মাতা কাজী হায়াৎ। ছবিটি সেন্সর পেয়েছে বলে সমকালকে জানালেন পরিচালক নিজেই। সঙ্গে এও জানালেন, 'ছবিটি আগামী ১৬ ডিসেম্বর উপলক্ষে মুক্তির দেওয়ার ইচ্ছে আছে।'

'জয় বাংলা' ছবিতে অভিনয় করেছেন বাপ্পি চৌধুরী। এমন একটি নামের ছবিতে অভিনয় করতে পেরে যারপরনাই খুশি এই নায়ক। সেন্সরের খবর শুনে বাপ্পি চৌধুরী বললেন, 'জয় বাংলা বাংলাদেশে একটাই। আমাদের আবেগি শব্দ। আমাদের আবেগি স্লোগান। এমন একটি স্লোগানের নামের সঙ্গে আমার নামটিও যুক্ত হলো। ছবিটি সেন্সর পেয়েছে। এবার মুক্তি পাবে। আমি দারুণ খুশি।'

২০২০-২১ অর্থবছরে সরকারি অনুদানে টুঙ্গিপাড়া চলচ্চিত্রের ব্যানারে নির্মিত হয়েছে 'জয় বাংলা'। এটি কাজী হায়াতের  ৫১তম নির্মাণ।

এমন একটি গল্পে কাজ করতে পরে বাপ্পি বলেন, 'বাংলাদেশের প্রত্যেক চলচ্চিত্রশিল্পীর স্বপ্ন থাকে কাজী হায়াতের পরিচালনায় কাজ করার। আমারও স্বপ্ন ছিল। সেই স্বপ্ন এবার পূরণ হয়েছে। তাছাড়া মুনতাসীর মামুনের মত একজন লেখক এর গল্পে কাজ করতে পারাটা অনেক বড় ব্যাপার। ব্যক্তিগতভাবে তার লেখার ভক্ত আমি। সব মিলিয়ে এই কাজটি আমার ক্যারিয়ারের অন্যতম একটি পাওয়া।'

ছবিটিতে বাপ্পির বিপরীতে অভিনয় করেছন জাহারা মিতু। তিনি বলেন, ‘সিনেমাটির গল্প ও চিত্রনাট্য মুনতাসীর মামুন করেছেন শুনেই রাজি হয়ে গেছি। এতো বড় মাপের একজন মানুষ তিনি। এতো চমৎকার একটি কাজে যুক্ত হতে পারে ভাগ্যবান মনে করেছ শুরুতেই। এবার ছবিটি সেন্সর পেলো। মুক্তিও পাবে শিগগিরই। আশা করি ছবিটি সবই হলে গিয়ে দেখবেন।'

জানা গেছে, টুঙ্গিপাড়া চলচ্চিত্রের ব্যানারে সিনেমাটি প্রযোজনা করছেন মিটু শিকদার। ২০২০-২১ অর্থবছরে সাধারণ শাখায় ৬৫ লাখ টাকা অনুদান পেয়েছে ‘জয় বাংলা।

ছবিটিতে  বাপ্পী-মিতু ছাড়াও অভিনয় করেছেন শ্রাবণ শাহ, নাদের চৌধুরী, রেবেকা, রাতুল প্রমুখ।

আরও পড়ুন

×