অস্ট্রেলিয়ার তিন শহরে ফাহমিদা-সামিনা

আনন্দ প্রতিদিন প্রতিবেদক
প্রকাশ: ০১ সেপ্টেম্বর ২০২২ | ১২:০০
অস্ট্রেলিয়ার তিন শহরে একসঙ্গে গাইবেন দুই বোন এবং তারকা কণ্ঠশিল্পী ফাহমিদা নবী ও সামিনা চৌধুরী। আগামী ১১ সেপ্টেম্বর অস্ট্রেলিয়ার মেলবোর্ন, ১৭ সেপ্টেম্বর সিডনি ও ২৪ সেপ্টেম্বর অ্যাডিলেডে থাকছে তাঁদের পরিবেশনা। 'অ্যাকুয়াস্টিক নাইট' শিরোনামে এ আয়োজনে শিল্পীদ্বয় পরিবেশন করবেন তাঁদের জনপ্রিয় কিছু গান।
সিডনির ব্যান্ড দল 'ধূমকেতু'র ব্যানারে অনুষ্ঠানে ফাহমিদা-সামিনার পাশাপাশি তাঁদের ভাই সংগীতশিল্পী ও সুরকার পঞ্চমও একমঞ্চে গাইবেন বলে জানা গেছে।
এ প্রসঙ্গে ফাহমিদা নবী বলেন, 'এই প্রথম বিদেশের মাটিতে আমরা তিন ভাইবোন একসঙ্গে গান করতে যাচ্ছি। এ রকম একটি আয়োজনে হাজির হবো ভেবে খুবই ভালো লাগছে। অস্ট্রেলিয়া প্রবাসীরা অনেকদিন ধরেই চাইলেন মাহমুদুন্নবীর সন্তানদের একমঞ্চে দেখতে। এবার তাঁদের চাওয়া পূরণ হলো। এজন্য আয়োজক কর্তৃপক্ষকে ধন্যবাদ দিতে চাই। আশা করছি, ভালো কিছু গান শ্রোতারা শুনতে পাবেন।'
সামিনা চৌধুরী বলেন, 'একই পরিবারের তিনজন একসঙ্গে স্টেজে ওঠার আনন্দই অন্যরকম। সেই শুভ সময়ের অপেক্ষায় আছি। লন্ডন থেকে আমার আরেক বোন অন্তরাও হাজির হবেন সংগীতানুষ্ঠানে। শ্রোতারা দীর্ঘদিন অপেক্ষায় ছিলেন এ ধরনের একটি আয়োজনের। সব মিলিয়ে শুধু এটুকুই বলতে পারি, গান-গল্পে সুন্দর একটি আনন্দময় সময় পার করবেন শ্রোতারা।
- বিষয় :
- ফাহমিদা-সামিনা
- ফাহমিদা নবী
- সামিনা চৌধুরী