ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

টানা তিন দিন বৃষ্টিতে ভিজে শুটিং

টানা তিন দিন বৃষ্টিতে ভিজে শুটিং

আনন্দ প্রতিদিন প্রতিবেদক

প্রকাশ: ০৬ সেপ্টেম্বর ২০২২ | ১২:০০ | আপডেট: ০৭ সেপ্টেম্বর ২০২২ | ০০:৪৮

ঘর পালানো নিঃসঙ্গ প্রেমের গল্প নিয়ে নির্মিত হয়েছে টেলিছবি 'জোনাকিরা জানে শুধু'। পরিচালনায় হিমু আকরাম। সম্প্রতি পুবাইল চটের আগা এলাকায় এর দৃশ্যধারণ শেষ হয়েছে। টেলিছবির প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন শ্যামল মাওলা ও রুকাইয়া জাহান চমক। শ্যামল মাওলা বলেন, "নাটক ও টেলিছবিতে ইদানীং কম কাজ করছি। ওয়েবেই ব্যস্ততা বেশি। 'জোনাকিরা জানে শুধু' টেলিছবির গল্প ভালো লেগেছে বলে কাজে আগ্রহী হয়েছি।

এতে চমকের সঙ্গে আমার পর্দা রসায়ন সবাই দারুণ উপভোগ করবেন।" চমক বলেন, 'দিন শেষে দর্শক নাটক কিংবা টেলিছবিতে সুন্দর একটি গল্প দেখতে চান। এ টেলিছবিটি তেমনই। এতে আমি হাজির হয়েছি গ্রামের এক সাধারণ মেয়ের চরিত্রে। গল্প ও চরিত্র মিলে কাজটি দর্শকের ভালো লাগবে- এ আশা করাই যায়।'

হিমু আকরাম জানান, চরিত্রের প্রয়োজনে টানা তিন দিন কৃত্রিম বৃষ্টিতে ভিজে, খালের পানিতে ডুবে খুব কষ্ট করেছেন শ্যামল-চমক। চরিত্রের প্রতি এমন একাগ্রতা সচরাচর দেখা মেলে না।

শ্যামল-চমক ছাড়াও এতে আরও আছেন শহীদুজ্জামান সেলিম, টুনটুনি সোবহান, ইকবাল হোসাইন, সঞ্জীব আহমেদ প্রমুখ। এটি শিগগিরই চ্যানেল আইয়ে প্রচার হবে বলে জানিয়েছেন নির্মাতা।

আরও পড়ুন

×