বিদেশের মঞ্চে একসঙ্গে গাইলাম তিন ভাইবোন: সামিনা

সামিনা চৌধুরী (ফাইল ছবি)
আনন্দ প্রতিদিন প্রতিবেদক
প্রকাশ: ১১ সেপ্টেম্বর ২০২২ | ১২:০০ | আপডেট: ১২ সেপ্টেম্বর ২০২২ | ০১:৩০
সামিনা চৌধুরী। নন্দিত কণ্ঠশিল্পী। গতকাল অস্ট্রেলিয়ার মেলবোর্নে 'অ্যাকুস্টিক নাইট' কনসার্টে পারফর্ম করেন তিনি। সঙ্গে ছিলেন কণ্ঠশিল্পী ফাহমিদা নবী ও পঞ্চম। প্রথম বিদেশের মঞ্চে একসঙ্গে তিন ভাইবোনের পারফর্ম ও অন্যান্য প্রসঙ্গে কথা হয় তাঁর সঙ্গে-
মেলবোর্নের 'অ্যাকুস্টিক নাইট' কনসার্টে গাইলেন- কেমন সাড়া পেলেন?
বাংলা গানের জন্য দর্শকের যে তৃষ্ণা, তা দেখে সত্যি অবাক হয়েছি। অনেকেই কণ্ঠে মিলিয়ে একসঙ্গে গেয়েছেন। অনেক দেশেই শো করেছি, দর্শক সাড়াও পেয়েছি। কিন্তু মেলবোর্নের এই আয়োজন কখনও ভুলতে পারব না।
বিদেশের কনসার্টগুলোর মধ্য 'অ্যাকুস্টিক নাইট' কি সেরা আয়োজন মনে হয়েছে?
দেশের বাইরে যেসব শো করেছি, তার বেশিরভাগ আয়োজনই বর্ণাঢ্য ছিল। কিন্তু 'অ্যাকুস্টিক নাইট' শুধু জমকালো আয়োজনের জন্য নয়, স্মরণীয় হয়ে থাকবে ফাহমিদা ও পঞ্চমকে এক মঞ্চে পাওয়ার জন্য। এবারই বিদেশের মঞ্চে একসঙ্গে গাইলাম তিন ভাইবোন। শুধু একসঙ্গে পারফর্ম নয়, তিনজনই গানে গানে দর্শকের ভালোবাসা কুড়াতে পারায় অন্য রকম এক ভালো লাগায় মন ভরে গেছে।
শুনলাম, তিন ভাইবোন আরও দুটি কনসার্টে অংশ নেবেন?
হ্যাঁ, মেলবোর্নের পর ১৭ সেপ্টেম্বর সিডনি আর ২৪ সেপ্টেম্বর অ্যাডিলেডে আরও দুটি শোতে অংশ নেব আমরা।
কনসার্টের ফাঁকে অস্ট্রেলিয়া ঘুরে বেড়ানোর পরিকল্পনা আছে?
ইচ্ছা আছে, কারণ এরই মধ্যে লন্ডন থেকে আমার ছোট বোন অন্তরাও অস্ট্রেলিয়ায় চলে এসেছে। এখন কনসার্টের ফাঁকে সুযোগ পেলেই চার ভাইবোন একসঙ্গে বেরিয়ে পড়ার পরিকল্পনা আছে। ২৫ তারিখে ঢাকায় ফিরব আমরা- তাই যতটুকু বেড়ানোর সুযোগ থাকে, সেটা কাজে লাগাব।
ঢাকায় ফিরেই কি নতুন গানের আয়োজন শুরু করবেন?
এটা এখনই বলতে পারছি না। কিছুদিন আগে 'পদ্মা সেতু' নিয়ে গাওয়া তিনটি গান প্রকাশ পেয়েছে। অবশ্য এগুলো বিষয়ভিত্তিক গান; তারপরও এত তাড়াতাড়ি নতুন গান প্রকাশ নিয়ে ভাবছি না। কিছু গানের কাজ এর মধ্যে শুরু করেছিলাম। সেগুলোর ভিডিও নির্মাণ শেষ হোক, তারপর না হয় প্রকাশনা নিয়ে ভাবা যাবে।
ফাহমিদা নবীর সঙ্গে একটি দ্বৈত অ্যালবাম প্রকাশের কথা বলেছিলেন...
দ্বৈত অ্যালবামের পরিকল্পনা নিয়েই গীতিকার জুলফিকার রাসেল আমাদের বেশ কিছু গান রেকর্ড করেছিলেন। তাঁর লেখা গানগুলো সুর করেছিলেন নচিকেতা। কিন্তু শেষে জুলফিকার রাসেল জানিয়েছেন, অ্যালবাম প্রকাশের জটিলতার জন্য আমাদের গানগুলো এককভাবে প্রকাশ করবেন। পরে সুযোগ পেলে সেগুলোর একটা প্লেলিস্ট তৈরি করার পরিকল্পনা আছে।
- বিষয় :
- সামিনা চৌধুরী
- কণ্ঠশিল্পী