ঢাকা মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫

ঢাকায় এসে সোহেল খান বললেন, মাছ-ভাত আর বিরিয়ানি খাব

ঢাকায় এসে সোহেল খান বললেন, মাছ-ভাত আর বিরিয়ানি খাব

বিনোদন প্রতিবেদক

প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০২২ | ০৫:১৭ | আপডেট: ১৫ সেপ্টেম্বর ২০২২ | ০৫:৪৯

বলিউড 'ভাইজান' সালমান খানের ‘বিইং হিউম্যান’-এর আউটলেট উদ্বোধন করতে ঢাকায় এলেন তার ভাই বলিউড তারকা সোহেল খান। ঢাকায় এসে তিনি বললেন, 'এখানে আসার আগে খুব নার্ভাস ছিলাম। মনে মনে ভাবছিলাম, সালমানের বদলে আপনারা আমাকে গ্রহণ করবেন তো!’

বৃহস্পতিবার দুপুরে বনানীতে ‘বিইং হিউম্যান’-এর আউটলেট উদ্বোধন করেন তিনি। এয়ারফোর্ট থেকে সরাসরি বনানীর আউটলেটে আসেন। 

সোহেল বললেন, ‘আমি বাংলা ফুডের অপেক্ষায় আছি, এখনও মুখে তোলার সুযোগ পাইনি, সরাসরি অনুষ্ঠানে এসেছি। তবে সময় হাতে রেখেছি। কাল (শুক্রবার) সকাল পর্যন্ত আছি। মাছ-ভাত আর বিরিয়ানি খাবো ভাবছি।' ঢাকার মানুষের ভালোবাসায় মুগ্ধ হয়েছেন বলেও জানান তিনি।

‘বিইং হিউম্যান' আউটলেট উদ্বোধন করতে সালমান খান না আসার কারণও জানালেন তার ভাই। সোহেল খান বলেন, ‘সালমান এখন অনেক ব্যস্ত। একসঙ্গে অনেক কাজ তার হাতে। এজন্যই ওর পরিবর্তে আমি এসেছি।’

এই উদ্বোধনী অনুষ্ঠানে সোহেল খানের সঙ্গে হাজির ছিলেন প্রতিষ্ঠানটির সিইও সঞ্জিব রাও এবং সালমান খানের ভাতিজা আয়ান অগ্নিহোত্রি। 

২০১২ সালে অসহায় মানুষের পাশে দাঁড়াতে ভারতের মুম্বাইয়ে শুরু হয় ‘বিইং হিউম্যান’-এর পথচলা। পোশাকের এই ব্র্যান্ডটির বিক্রয়ের লভ্যাংশের একটা অংশ ব্যয় হয় পিছিয়ে থাকা জনগোষ্ঠীর শিক্ষা ও স্বাস্থ্যসেবায়।  

বাংলাদেশে ফ্র্যাঞ্চাইজিটির স্বত্বাধিকারী হিসেবে আছেন আর রেহমান ও মোহাইমিন মোস্তফা।

আরও পড়ুন

×