ঢাকা মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫

ঢাকায় সালমানের 'বিয়িং হিউম্যান' উদ্বোধন করলেন ভাই সোহেল

ঢাকায় সালমানের 'বিয়িং হিউম্যান' উদ্বোধন করলেন ভাই সোহেল

উদ্বোধনী আয়োজনে অতিথিদের সঙ্গে সোহেল খান

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০২২ | ১২:০০ | আপডেট: ১৫ সেপ্টেম্বর ২০২২ | ২২:৪৫

ঢাকায় এলো বলিউড অভিনেতা সালমান খানের চ্যারিটেবল ট্রাস্টের ফ্যাশন ব্র্যান্ড 'বিয়িং হিউম্যান'। এর আগে 'বিয়িং হিউম্যান বাংলাদেশ'-এর ফেসবুক পেজের মাধ্যমে এক ভিডিওবার্তায় এই আউটলেটের কথা আগেই জানিয়েছিলেন সালমান খান।

গত ১৩ সেপ্টেম্বর ভিডিওবার্তায় সালমান খান বলেন, "হাই বাংলাদেশ। তোমাদের জন্য একটি সারপ্রাইজ আছে। সেটি হচ্ছে 'বিয়িং হিউম্যান ক্লথিং' ঢাকার বনানীতে চালু হতে যাচ্ছে।" তারই অংশ হিসেবে গতকাল দুপুরে বনানীর এই আউটলেটটির উদ্বোধন করেন অভিনেতার ভাই সোহেল খান। উদ্বোধনী আয়োজনে সোহেল খানের সঙ্গে হাজির ছিলেন প্রতিষ্ঠানটির সিইও সঞ্জবী রাও এবং সালমান খানের ভাতিজা আয়ান অগ্নিহোত্রি।

বাংলাদেশে এই ফ্যাশন ব্র্যান্ডটির স্বত্বাধিকারী হিসেবে আছেন আর রেহমান ও মোহাইমিন মোস্তফা। ২০১২ সালে অসহায় মানুষের পাশে দাঁড়াতে মুম্বাইতে শুরু হয় সালমানের এই প্রতিষ্ঠানের যাত্রা। এ পর্যন্ত বিশ্বের ১৫টি দেশে পাঁচশর বেশি আউটলেটের মাধ্যমে সালমান তাঁর এই চ্যারিটি ট্রাস্টের কার্যক্রম পরিচালনা করছেন।

আরও পড়ুন

×