ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

নারী সঞ্চালককে গালিগালাজ, গ্রেপ্তার দক্ষিণী অভিনেতা শ্রীনাথ

নারী সঞ্চালককে গালিগালাজ, গ্রেপ্তার দক্ষিণী অভিনেতা শ্রীনাথ

শ্রীনাথ ভাসি

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২২ | ০২:০৯ | আপডেট: ২৭ সেপ্টেম্বর ২০২২ | ০২:০৯

নারী সঞ্চালককে গালিগালাজ করার অপরাধে দক্ষিণী অভিনেতা শ্রীনাথ ভাসিকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার তাকে গ্রেপ্তার করা হয়। পরে অবশ্য তিনি জামিন নেন। একটি ইউটিউব চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারের সময় ওই নারী সঞ্চালকের সঙ্গে দুর্ব্যবহার করার অভিযোগে গত সপ্তাহে তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।

জানা গেছে, খুব শিগগিরই মুক্তি পেতে যাচ্ছে শ্রীনাথ অভিনীত মালায়ালম ছবি ‘চট্টবী’। সেই ছবির প্রোমোশনের জন্যই এক ইউটিউব চ্যানেলে সাক্ষাৎকার দিতে এসেছিলেন অভিনেতা । হঠাৎই এক প্রশ্নে মেজাজ হারিয়ে ফেলেন শ্রীনাথ। তারপরই সঞ্চালকের সঙ্গে দুর্বব্যবহার করেন। ক্যামেরা বন্ধ হতেই গালি গালাজ করতে থাকেন শুটিংয়ের সঙ্গে জড়িতে অন্যান্যদের।

এই ঘটনায় শ্রীনাথের বিরুদ্ধে পুলিশে অভিযোগও করা হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য শ্রীনাথকে সোমবার থানায় আসার নির্দেশ দেওয়া হয়েছিল। কিন্তু নিজের জন্য একটি দিন চেয়েছিলেন অভিনেতা। কিন্তু শেষমেশ সোমবারই থানায় যান তিনি। এর পরেই তাকে গ্রেপ্তার করা হয়।

পরে অবশ্য নিজের ভুল স্বীকার করে আরেকটি গণমাধ্যমে সাক্ষাৎকার দেন শ্রীনাথ। সেখানে তিনি জানান, তিনি মানসিক চাপের মধ্যে ছিলেন। ওই ধরনের শব্দ উচ্চারণ করাটা ঠিক হয়নি। তিনি এ ঘটনায় সবার কাছে ক্ষমা প্রার্থনা করেন।

তবে এরকম ঘটনা এবারই প্রথম নয়। বেশ কয়েক বছর আগে এক রেডিও জকির (আরজে) সঙ্গেও খারাপ ব্যবহার করেছিলেন শ্রীনাথ।

আরও পড়ুন

×