ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

‘দিন দ্য ডে’ নিয়ে মিসরে অনন্ত-বর্ষা

‘দিন দ্য ডে’ নিয়ে মিসরে অনন্ত-বর্ষা

বিনোদন প্রতিবেদক

প্রকাশ: ০৬ অক্টোবর ২০২২ | ০২:৪৮ | আপডেট: ০৬ অক্টোবর ২০২২ | ০৬:০০

মিসরের রাজধানীতে কায়রোতে শুরু হয়েছে ৩৮তম আলেকজান্দ্রিয়া মেডিটেরেনিয়ান কান্ট্রিজ ফিল্ম ফেস্টিভ্যাল। এই উৎসবে অফিশিয়ালি আমন্ত্রণে 'দিন: দ্য ডে' নিয়ে যোগ দিয়েছেন অনন্ত জলিল-বর্ষা। মঙ্গলবার সকালে মিসরে পৌঁছেছেন এ দম্পতি। 

কায়রো থেকে হোয়াটসঅ্যাপে পাঠানো এক বার্তায় তারা জানান, 'কায়রোতে অনুষ্ঠিত আলেকজান্দ্রিয়া মেডিটেরেনিয়ান কান্ট্রিজ ফিল্ম ফেস্টিভ্যাল বিশ্বের অন্যতম বড় ফেস্টিভ্যাল। এই প্রথম বাংলাদেশি কোনো তারকা হিসেবে আমি আর বর্ষা অফিশিয়াল আমন্ত্রণ পেয়েছি। বিষয়টি নিয়ে আমরা খুব আনন্দিত।'

মিসরের সংস্কৃতি মন্ত্রণালয় ও আলেকজান্দ্রিয়া প্রশাসনের যৌথ আয়োজনে হচ্ছে এই উৎসব, যা চলবে আগামী ১০ অক্টোবর পর্যন্ত। 

অনন্ত-বর্ষা জুটির ‘দিন: দ্য ডে’ সিনেমা গত ঈদে বাংলাদেশের শতাধিক সিনেমা হলে মুক্তি পায়। এরপর মালয়েশিয়াতে প্রদর্শিত হয় ছবিটি।

আরও পড়ুন

×