ঢাকা বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫

ডাক্তার জানান জমজ বাচ্চার মা হবেন, মানতে পারেন না অহনা

ডাক্তার জানান জমজ বাচ্চার মা হবেন, মানতে পারেন না অহনা

অভিনেত্রী অহনা

বিনোদন প্রতিবেদক

প্রকাশ: ০২ নভেম্বর ২০২২ | ০৬:০২ | আপডেট: ০২ নভেম্বর ২০২২ | ০৬:০৪

অভিনেত্রী অহনা অসুস্থ হয়ে পড়লে নাটকের আরেক অভিনেতা শামীম হাসান তাকে নিয়ে যায় ডাক্তারের কাছে। ডাক্তার পরীক্ষা করে বলেন, জমজ বাচ্চার মা হবেন অহনা। কিন্তু বিষয়টি অহনা মানতে নারাজ এই অভিনেত্রী।

এরপর থেকেই অহনার ব্যক্তি জীবনে নেমে আসে ঝড়। এমন কথা শুনে ভালোবাসার মানুষটিও দূরে চলে যাচ্ছে কিন্তু অহনা কাউকেই বোঝাতে পারছেন না, তিনি গর্ভবতী নন।  এমন ক্রাইসিসের গল্প নিয়ে নির্মিত হয়েছে নাটক  ‘ভালোবাসিয়া গেলাম ফাসিয়া’। 

এটি নির্মাণ করেছেন মহিন খান। পরিচালক বলেন, মূলত হাস্যরসে ভরপুর নাটকটি । তবে এতে সামাজিক কিছু মেসেজও রয়েছে। আশা করি দর্শকদের ভালো লাগবে।

বৃহস্পতিবার রাত ১০টায় বৈশাখী টেলিভিশনে প্রচার করা হবে নাটকটি। 

আরও পড়ুন

×