তরুণদের কণ্ঠে তুলে ধরছি শিকড়ের গান: পার্থ

পার্থ বড়ুয়া
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ০৬ নভেম্বর ২০২২ | ১২:০০ | আপডেট: ০৭ নভেম্বর ২০২২ | ০৫:৫২
পার্থ বড়ূয়া। নন্দিত কণ্ঠশিল্পী, অভিনেতা ও সংগীত পরিচালক। তাঁর সংগীতায়োজনে 'সিলন মিউজিক লাউঞ্জ' ও 'আমাদের গান' অনুষ্ঠান দুটি দর্শক-শ্রোতার মাঝে সাড়া ফেলেছে। এ আয়োজন ও অন্যান্য প্রসঙ্গে কথা হয় তাঁর সঙ্গে-
কালজয়ী গান নিয়ে একই সময়ে দুটি আয়োজনের কারণ কী?
কালজয়ী গান নতুন করে তুলে ধরার পরিকল্পনা থেকেই 'সিলন মিউজিক লাউঞ্জ' ও 'আমাদের গান' দুটির আয়োজন। দুটি আয়োজনই কিন্তু একই রকম নয়। 'সিলন মিউজিক লাউঞ্জ' সাজানো হয়েছে সেইসব মৌলিক গান দিয়ে, যেগুলো যুগের পর যুগ শ্রোতার মনে ছাপ ফেলে যাচ্ছে। আইপিডিসির আয়োজনে 'আমাদের গান' অনুষ্ঠানটি সাজানো হয়েছে লোকগান নিয়ে।
'সিলন মিউজিক লাউঞ্জ'-এর মতো 'আমাদের গান' অনুষ্ঠানেও তরুণ শিল্পীদের প্রাধান্য দেওয়ার কারণ কী?
প্রতিভাবান তরুণদের জন্য একটি প্ল্যাটফর্ম তৈরি করার লক্ষ্যে আমরা কাজ শুরু করেছিলাম। তাই 'আমাদের গান' অনুষ্ঠানে তরুণদের কণ্ঠে তুলে ধরছি শিকড়ের গান। এ আয়োজনের মধ্য দিয়ে তরুণ শিল্পীদের পাশাপাশি শ্রোতারাও জানার সুযোগ পাচ্ছেন আমাদের লোকগান কতটা সমৃদ্ধ।
চার বছর আগে সোলসের অ্যালবাম প্রকাশের ঘোষণা দিয়েছিলেন। এখনও অ্যালবাম প্রকাশ পেল না কেন?
পূর্ণাঙ্গ অ্যালবাম প্রকাশ করা এখন একটু জটিল হয়ে গেছে। আমরা বেশ কিছু নতুন গান তৈরি করেছি। অ্যালবাম আকারে না হলেও একক গান হিসেবে সেগুলো প্রকাশ করার ইচ্ছা রয়েছে। এ জন্য হয়তো আরেকটু সময় লাগবে।
৫০ বছরের মাইলফলক স্পর্শ করল সোলস। এ নিয়ে কোনো আয়োজনের কথা ভাবছেন?
এটি যে কোনো ব্যান্ডের জন্য অন্য রকম এক অনুভূতি। নানা প্রতিকূলতা পেরিয়ে এ দেশে ব্যান্ড মিউজিক প্রতিষ্ঠা পেয়েছে। বিভিন্ন সময় লাইন আপের পরিবর্তন, সময়ের সঙ্গে পাল্লা দিয়ে সংগীতে পরিবর্তন, শ্রোতার প্রত্যাশা পূরণ করে যাওয়া- সবই চ্যালেঞ্জিং। সেই চ্যালেঞ্জ নিয়েই সোলস এতটা পথ পাড়ি দিতে পেরেছে। ব্যান্ডের সুবর্ণজয়ন্তী উদযাপন করতে পারা আমাদের জন্য হবে অন্য রকম ভালো লাগা আর প্রেরণার। তাই ব্যান্ডের সুবর্ণজয়ন্তী নিয়ে কী করা যায়, তা নিয়ে সোলসের সবার সঙ্গে কথা বলে সিদ্ধান্ত নেব।
এখন কী নিয়ে ব্যস্ত সময় পার করছেন?
এখন স্টেজ শো নিয়ে ব্যস্ত। পাশাপাশি কিছু গানের সংগীতায়োজন করে যাচ্ছি।
- বিষয় :
- পার্থ বড়ুয়া