স্ফুলিঙ্গের পর তৌকীর আহমেদের নতুন ছবি

বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ০৭ নভেম্বর ২০২২ | ২৩:৩১ | আপডেট: ০৭ নভেম্বর ২০২২ | ২৩:৩১
গত বছরের ২৬ মার্চ মুক্তি পেয়েছিল তৌকীর আহমেদ পরিচালিত সিনেমা 'স্ম্ফুলিঙ্গ'। এর পরপরই পরবর্তী সিনেমার ঘোষণা দেওয়ার কথা বলেছিলেন এই নির্মাতা ও অভিনেতা। এবার তিনি জানালেন তাঁর নতুন সিনেমার খবর।
তৌকীর আহমেদ বলেন, 'নতুন সিনেমার কাজ কবে শুরু করছি- এ প্রশ্নের মুখোমুখি প্রায়ই হতে হয় আমাকে। তবে দর্শক-ভক্তের জন্য সুখবর আছে। ২০২৩ সালের শুরুতেই, অর্থাৎ নতুন বছরে সিনেমার ঘোষণা নিয়ে আসছি, এটি নিশ্চিত। তবে সিনেমার নাম, গল্প এবং এতে কারা অভিনয় করবেন- তা এ মুহূর্তে বিস্তারিত জানাতে চাই না। একটি সিনেমা নির্মাণে অনেক প্রস্তুতির দরকার হয়। সে কাজগুলোই এখন করছি।
এদিকে বেশ বিরতির পর তৌকীর আহমেদ একটি টিভি নাটকে অভিনয় করেছেন। নাটকের নাম 'এসো শ্যামল সুন্দর'। আবুল হায়াতের পরিচালনায় এ নাটকে তাঁর সহশিল্পী তারিন জাহান। সম্প্রতি নাটকের দৃশ্যধারণ শেষ হয়েছে। এ ছাড়া ওয়েব মাধ্যমেও ব্যস্ততা রয়েছে তৌকীরের। গৌতম কৈরীর পরিচালনায় নাম ঠিক না হওয়া পাঁচ পর্বের একটি ওয়েব সিরিজে দেখা যাবে তাঁকে। এটি উন্মুক্ত হবে ওটিটি প্ল্যাটফর্ম বায়োস্কোপে।
- বিষয় :
- তৌকীর আহমেদ
- স্ম্ফুলিঙ্গ