ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

নিজের সিদ্ধান্তে প্লাস্টিক সার্জারি করিয়েছি: শ্রুতি

নিজের সিদ্ধান্তে প্লাস্টিক সার্জারি করিয়েছি: শ্রুতি

ছবি: ইনস্টাগ্রাম

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২৯ ফেব্রুয়ারি ২০২০ | ১০:২২

শ্রুতি হাসান বলিউডের বরেণ্য চলচ্চিত্র অভিনেতা কমল হাসানের মেয়ে। সম্প্রতি এ তারকা প্লাস্টিক সার্জারি করান। এ নিয়ে তাকে কম কটুকথা শুনতে হয়নি। গুগলে শ্রুতি হাসানের আগে-পরে লিখে সার্চ করলেই ভেসে ওঠে নায়িকার অজস্র ছবি। 

এ সবে ক্লান্ত হয়ে ইনস্টাগ্রামে একটি দীর্ঘ পোস্ট দিয়ে নিজের বক্তব্য সাফ জানালেন শ্রুতি। সেখানে খোলাখুলি এও বলেন, প্লাস্টিক সার্জারি তিনি করিয়েছেন এবং তা নিয়ে বিন্দুমাত্র লজ্জিত নন।

ট্রলাদের একহাত নিয়ে শ্রুতি লেখেন, ‘কেউই অন্যকে বিচার করার জায়গায় নেই। আমার মুখ, আমার জীবন। নিজের সিদ্ধান্তে প্লাস্টিক সার্জারি করিয়েছি, তা নিয়ে একটুও লজ্জিত নই। অনেকে প্রশ্ন করেন, আমি কি সার্জারি প্রোমোট করি, না কি এর বিরুদ্ধে? কোনওটাই নয়। এটা শুধু একটা রাস্তা যে ভাবে আমি বাঁচতে চেয়েছি।’

প্রসঙ্গত, সামনেই দুটি দক্ষিণী সিনেমায় দেখা যাবে শ্রুতি হাসানকে। 

আরও পড়ুন

×